আজকের সারাদেশ প্রতিবেদন:
টাঙ্গাইলের গোপালপুরে রেল সেতু পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্বামী স্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুন) বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রাজগোলাবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. আরজু (৫০) এবং তার স্ত্রী সম্পা বেগম (৪০)।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার বলেন, ‘আরজু ও তার স্ত্রী রেল লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রেলসেতু পার হওয়ার সময় জামালপুর থেকে লোকাল ট্রেন চলে আসে। এসময় আরজু রেলসেতু পার হলেও স্ত্রী পার হতে পারছিলেন না। পরে স্ত্রীকে আনতে গিয়ে তিনিও ট্রেনে কাটা পরে মারা যান।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ২৫৪ নং লোকাল ট্রেনটি ভূঞাপুরের দিকে যাচ্ছিলো। এ সময় স্বামী-স্ত্রী রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পরে নিহত হন। নিহত স্বামী-স্ত্রীর মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে বলে জানান ওসি।
আজকের সারাদেশ / ২২ জুন ২৩/ একে