সকাল ৬:২৪, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পটিয়ায় ২৫ মন ওজনের ‘আশিয়ার কিং’ নজর কাড়ছে মানুষের

আজকের সারাদেশ প্রতিবেদন:

নিজ গ্রাম চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে তাই শখের ২৫ মন ওজনের গরুর আদর করে নাম দেয়া হয়েছে ‘আশিয়ার কিং’। পবিত্র কোরবানি উপলক্ষে নিজ খামারে গত তিন বছর ধরে লালন পালন করা ফিজিসিয়ান জাতের কালো রঙের ‘আশিয়ার কিং’ কে প্রতিদিন দুরদূরান্ত থেকে দেখতে আসছে অনেক উৎসুক মানুষ। স্থানীয় সৌখিন খামারী ও ব্যবসায়ী শেখ আবদুল্লাহ্ এ গরুর মালিক।

ফিজিসিয়ান জাতের এ ‘আশিয়ার কিংথ এর প্রতিদিনের খাদ্য তালিকায় থাকছে শুষ্ক ও কাঁচা খড়, ভুষি গম ও ভুট্টা ভাঙ্গা, সয়ামিল, ধানের কুড়া, চনার খোসা ও কৈল। প্রতিদিন দেয়া হচ্ছে তিন বেলা খাবার। এছাড়াও গড়ে তিন বেলা শুষ্ক খাবার খাওয়া হচ্ছে ৩০ কেজি এবং পানিসহ ‘আশিয়ার কিং’ গ্রহণ করছে প্রতিদিন গড়ে ৫৬ কেজি খাদ্য।

কালো বর্ণের শান্ত প্রকৃতির এ ‘আশিয়ার কিং’ এর উচ্চতা সাড়ে ৫ ফিট ও লম্বা ৮ ফিট ৫ ইঞ্চি এবং ‘লাইভ ওয়েটথ এক হাজার কেজি।

‘আশিয়ার কিং’ এর মালিক শেখ আবদুল্লাহ জানান, আমি বেশ কয়েক বছর ধরে গরু লালন পালন করে আসছি। তার ষাড়ের পাশাপাশি দুধের গরুও রয়েছে খামারে। ফিজিসিয়ান জাতের এ গরুটি আমাদের একটি গাভীর বাছুর। যেটি গত তিনবছর ধরে পালন করে আসছি। পটিয়ায় এস আলম গ্রুপ, কেডিএস গ্রুপ ও টিকে গ্রুপসহ বেশ কিছু শিল্পপতি রয়েছে। আমার প্রত্যাশা কোন শিল্পপতি যদি কোনবানি উপলক্ষে আমার গরুটি ক্রয় করে তবে নিজেকে ধন্য মনে করবো। তবে এ মুহুর্তে দাম জানিয়ে তিনি বলেন, বাজারে চাহিদা অনুযায়ী আমি এ গরু বিক্রি করবো।

জানতে চাইলে পটিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ ইলিয়াছ জানান, আশিয়ার কিং নাম রাখা এ গরুটি আমি দেখেছি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও স্বাভাবিক খাদ্য দিয়ে তিনি এ গরুটিকে কুরবানির ঈদে বিক্রির জন্য বড় করেছেন। আমরাও তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহাযোগীতা করেছি। আশাকরি দেশীয় খামারের গরু হিসেবে তিনি এটির ভালো দাম পাবেন।

আজকের সারাদেশ / ২২ জুন ২৩/ একে

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা