রাত ৯:২৬, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্যটক বাসে অভূতপূর্ব সাড়া, বাড়ছে বাস

হাবীব আরাফাত, চট্টগ্রাম

পর্যটক বাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (২৩ জুন) থেকে নতুন করে অতিরিক্ত দুটি বাস যুক্ত করেছে নিয়েছে জেলা প্রশাসন। এরমধ্যে অতিরিক্ত পর্যটকের চাপ সামাল দিতে গেলো শুক্র ও শনিবার দুই পর্যটক বাসের সঙ্গে দুটি বিআরটিসির দ্বিতল স্কুল বাসের মাধ্যমেও সেবা দেওয়া হয়েছে। শুক্র-শনি ছুটির দিন হওয়ায় অলস পড়ে ছিল বাসগুলো।

শুক্রবার নতুন যুক্ত বাস দুটি নিউ মার্কেট-ফৌজদার হাট ডিসি পার্ক-পতেঙ্গা রুটে পর্যটক পরিবহন শুরু করেছে।

পর্যটক বাস জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের একটি অনন্য উদ্যোগ। জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় গত ১০ জুন থেকে নগরীর নিউ মার্কেট থেকে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে এই বাস চলাচল শুরু করে। পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে বাসগুলোকে ইতিমধ্যে বাসগুলোতে ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য বাসে স্থাপন করা হয়েছে সিসি টিভি ক্যামেরা।

পর্যটক বাসে অভূতপূর্ব সাড়া মেলায় ফুল-ডে ও হাফ-ডে ট্যুর সার্ভিস চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। এই সার্ভিসের মাধ্যমে পর্যটকরা ফ্যামিলি নিয়ে নির্দিষ্ট প্যাকেজে চট্টগ্রামের পর্যটনস্পটগুলো ভ্রমণ করতে পারবেন। একটি ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে থাকবে দুপুরের খাবার ও নাস্তার ব্যবস্থাও। আপাতত গুলিয়াখালী, গুলিয়াখালী সমুদ্র সৈকত ও পারকির চরকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে জেলা প্রশাসন। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই চালু হবে এই ট্যুর সার্ভিস।

পর্যটক বাস সার্ভিসের সমন্বয়ক জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার জামসেদ আলম রানা বলেন, ‘পর্যটক বাস সার্ভিসে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। সকালের বাসগুলো মোটামুটি চললেও বিকেলে সবসময় বাস পূর্ণ থাকে। ছটিরদিনগুলোতে পর্যটকের চাপ এত বেশি যে দুটি স্কুল বাস অতিরিক্ত দিতে হয়েছে। তাই শুক্রবার থেকে নতুন বাস যুক্ত করা হচ্ছে।’

ট্যুর সার্ভিস নিয়ে তিনি বলেন, ‘পযর্টক বাস সার্ভিসে সাড়া পাওয়ায় আমরা এটা শুরু করতে যাচ্ছি। এই সার্ভিসে মাইক্রোবাস থাকবে। বিভিন্ন প্যাকেযের মাধ্যমে পর্যটকরা সার্ভিসটি উপভোগ করতে পারবেন।’

আজকের সারাদেশ/২৩জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা