আজকের সারাদেশ প্রতিবেদন:
এশিয়ার সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) স্থান পেয়েছে। টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) র্যাঙ্কিংয়ের ঢাবি ১৮৬তম ও নর্থ সাউথ ১৯২তম অবস্থানে রয়েছে। মর্যাদাপূর্ণ এই র্যাঙ্কিংয়ে ৩১টি অঞ্চলের ৬৬৯টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
গত বছর র্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ছিল ২৫১-৩০০ ব্যান্ডে। গতবারের চেয়ে এগিয়েছে ঢাবি। আর নর্থ সাউথ প্রথমবারের মতো এ র্যাঙ্কিংয়ে স্থান পেল। এ বছর ১৩টি বিষয়কে পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রস্তুত করা হয়েছে।
গতবার স্থান পেয়েছিল বাংলাদেশের ৬টি বিশ্ববিদ্যালয়। এবার স্থান পেয়েছে ১৫টি বিশ্ববিদ্যালয়। র্যাঙ্কিংয়ে ৪০১-৫০০ গ্রুপে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
এ বছরও র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে আছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং পিকিং বিশ্ববিদ্যালয়। এ নিয়ে টানা চারবার শীর্ষস্থান দখল করল বিশ্ববিদ্যালয় দুটি। চীনের মূল ভূখণ্ডের চারটি বিশ্ববিদ্যালয় শীর্ষ ১০-এ স্থান পেয়েছে।
এছাড়া এশিয়ার সেরা দশের মধ্যে হংকংয়ের তিনটি, সিঙ্গাপুরের দুটি ও জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। শীর্ষ ১০০-র তালিকায় ভারতের ৪টি ও পাকিস্তানের ১টি বিশ্ববিদ্যালয় আছে। শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাকিস্তানের ১০টি ও ভারতের ১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
আজকের সারাদেশ/২৪জুন/ একে