রাত ৯:০১, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাইরেক্ট গুলি করে দেব-এমপি মোস্তাফিজের হুংকার

আজকের সারাদেশ প্রতিবেদন:

কখনো দলের শীর্ষ নেতাদের গালাগাল, কখনো প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব। সবসময় যেন আলোচনায় থাকতে পছন্দ করেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এবার আর কোনো রাখঢাক করলেন না তিনি। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকিদাতাদের’ সরাসরি গুলি করার হুমকি দিলেন এই আলোচিত সংসদ সদস্য। তার সেই হুমকির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ।

(২৩ জুন) শুক্রবার সন্ধ্যায় বাঁশখালী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমন বক্তব্য দেন এমপি মোস্তাফিজুর রহমান।

ভিডিওতে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে বলতে শোনা যায়, ‘এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, শেখ হাসিনার কর্মী। কিছুদিন আগে বিএনপির এক সমাবেশে প্রকাশ্যে এক নেতা বলেছিল, শেখ হাসিনাকে নাকি কবরে পাঠাবে। তার প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের এই অফিস থেকে একটা মিছিল বের করেছিলাম। মিছিলের একটিমাত্র কারণ ছিল, যারা বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার হুমকি দিয়েছে, তাকে এবং তার দোসরদের প্রতিহত করা।’

‘আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ এগিয়ে যাবে, না হলে দেশ আবার আগের মতো পিছিয়ে যাবে। প্রধানমন্ত্রীকে মারার হুমকি দিয়েছে, তাদের মারার জন্য আমি পিস্তল হাতে নিয়েছি। আবার বলছি, এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। নেত্রীর ওপর যদি কোনো আঘাত আসে, কাউকে রেহাই দেব না।’ এমপি বলেন, ‘আমি এখনো বলছি, যারা নেত্রীকে হুমকি দিয়েছে, কবরে পাঠাবে বলেছে, তাদের বিচার নয়, ডাইরেক্ট গুলি করে দেব।’

সভায় এমপির এমন বক্তব্যের ব্যপারে মুখ খুলতে রাজি হয়নি কেউই ।

দলের আলোচনা সভায় এমন বক্তব্য দেওয়ার বিষয়ে মন্তব্য চাইতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যবহৃত ফোনে নম্বরে একাধিক কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মিছিলে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পিস্তল নিয়ে সামনে ছিলেন। সেই ছবি ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে তাঁর অশ্লীল ভাষায় গালাগালির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ছাড়া ২০২০ সালের ২৭ জুলাই ‘বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আলী আশরাফের মৃত্যুর পর বাঁশখালীতে কোনো মুক্তিযোদ্ধা ছিল না’—এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

আজকের সারাদেশ/২৪জুন/একে

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা