আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের বায়েজিদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ধাক্কায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জুন) বিকেলে বায়েজিদ থানার শীতল ঝর্ণা রেলসেতুতে এই দুর্ঘটনা ঘটে।
তৎক্ষণাৎ নিহত দুজনের পরিচয় জানা যায়নি।
বিকেল ৫টার দিকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক।
তিনি বলেন, অক্সিজেন এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলের ধাক্কায় এক নারী ও শিশু গুরতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. জসীম বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরের দিকে যাচ্ছিলো ট্রেনটি। এসময় রউফাবাদ এলাকা থেকে শীতলঝর্ণা রেল সেতু পার হচ্ছিল ওই দুইজন। তারা সেতুর মাঝামাঝি থাকা অবস্থায় বিপরীত দিক থেকে ট্রেন আসলে পেছনে দৌড় দেন। এসময় ট্রেনের ধাক্কায় দুজনই নিচে পড়ে যান। তৎক্ষনাৎ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।’
নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম।
আজকের সারাদেশ/২৫জুন/একে