রাত ১০:৩৬, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চসিকের স্মার্ট হাটে আনস্মার্ট ব্যবস্থাপনা!

হাবীব আরাফাত, চট্টগ্রাম
রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রামের দুটি পশুর হাটে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালু করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এক সপ্তাহ আগে বেশ ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশ ব্যাংক ও চসিকের ব্যবস্থাপনায় এই ক্যাশলেস লেনদেন ব্যবস্থার উদ্বোধন করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম।

উদ্বোধনের সময় এই দুই প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, নগদ টাকার নিরাপত্তা নিয়ে চিন্তা থেকে মুক্তি দেবে পশুর হাটে ‘ক্যাশলেস’ বা নগদবিহীন লেনদেন। নগরীর সাগরিকা ও নুর নগর হাউজিং এস্টেট হাটে পশু কেনাবেচার লেনদেন করা যাবে কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। থাকবে এটিএম বুথ ও জাল নোট শনাক্তকারী যন্ত্র। দুই হাটে ক্যাশলেস লেনদেনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৫০ কোটি টাকা।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকঢোল পিটিয়ে স্মার্ট হাটে স্মার্ট লেনদেনের কথা বললেও সরজমিন এই দুই পশুর হাট পরিদর্শন করে দেখা মিলেছে স্মার্ট লেনদেনে আনস্মার্ট ব্যবস্থাপনার।

নুর নগর হাউজিং এস্টেট পশুর হাটের প্রবেশ পথে হাতের বাম পাশেই সিটি করপোরেশন ও বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল লেনদেন বুথের অবস্থান। এর ঠিক বিপরীত পাশে রয়েছে হাসিল সংগ্রহ করার বুথ। এই বুথের একটি অংশ জাল নোট সনাক্তকরণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, জাল নোট সনাক্তকরণ কেন্দ্রে হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা বসে আছেন। সেখানে ১০ মিনিট অপেক্ষা করেও জাল নোট সনাক্তকরণে নিয়োজিতে কাউকে পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিজিটাল লেনদেন বুথে দেখা যায়, একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের একজন কর্মচারী অলস বসে আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন তারই এক পরিচিতজন। আশেপাশে কোনো ক্রেতা-বিক্রেতার উপস্থিতি দেখা যায়নি। সারাদিনে ২৫ হাজারের মত লেনদেনের কথা জানান তিনি।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী প্রতি হিজরি বর্ষের ১০ জিলহজ্জ পবিত্র ঈদুল আজহা পালন করা হয়। গত ১৯ শে মার্চ চাঁদ দেখা গেছে জিলহজ্জ মাসের। সেই হিসেবে ঈদুল আজহা পালন করা হবে আগামী বৃহস্পতিবার (২৯ জুন)। অর্থাৎ ঈদুল আজহার বাকী আর মাত্র তিন দিন। কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি ডিজিটাল বুথের কাজ।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিজিটাল লেনদেন বুথের সামনে দেখা যায় সারি সারি মোটরসাইকেল পার্ক করা। এসব মোটরসাইকেল ডিঙিয়ে বুথে যাওয়ার মতো কোনো পথ নেই। সন্ধ্যা হলেও অন্ধকার ছিল ডিজিটাল বুথ, অবশ্য মাঝে মাঝে আলো জ্বলে উঠে ফের নিভে যেতে দেখা গেছে। কয়েকজন শ্রমিকও কাজ করছিলেন সেখানে। স্থাপন হয়নি এটিম বুথও।

চসিকের এই স্মার্ট হাটের সড়কে বৃষ্টির পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি ও পশুর বর্জ্যে নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছে কাঁচা ড্রেন। সেই ড্রেনে পানি চলাচলে রয়েছে নানা প্রতিবন্ধক। ফলে জমে আছে বৃষ্টির পানি। যা হতে পারে এডিস মসার নিরাপদ প্রজননক্ষেত্র।

এদিকে এইদিন বিকেলে নগরীর সাগরিকা পশুরহাটে ইসলামি ব্যাংকের একটি এটিএম বুথ স্থাপন করা হয়েছে। তবে ডিজিটাল লেনদেনে ক্রেতা বিক্রেতাদের আগ্রহ দেখা যায়নি। এর জন্য প্রয়োজনীয় প্রচারণার অভাবকেই দুষছেন সংশ্লিষ্টরা। এই হাটের ইজারাদার আরিফ বিল্লা চৌধুরীও স্মার্ট লেনদেনের বিষয়ে প্রচারণার ঘাটতি রয়েছে বলে জানান। তিনি বলেন, ‘কয়েকটা ব্যাংক এসেছে স্মার্ট বুথে। রোববার বিকেলে ইসলামি ব্যাংকের এটিএম বুথ স্থাপন করা হয়েছে। তবে ডিজিটাল লেনদেন কেউ করছে না। কারণ ব্যাপারি ও ক্রেতা-বিক্রেতারা স্মার্ট লেনদেনের বিষয়টা জানে না।’

এই দুই হাটের অধিকাংশ ক্রেতা-বিক্রেতাই জানেন না ক্যাশলেস লেনদেনের বিষয়ে। পটিয়া থেকে নুর নগর হাউজিং এস্টেট হাটে গরু বিক্রি করতে আসা খামারি রিয়াজুল ইসলাম বলেন, ‘ডিজিটাল লেনদেনের ব্যবস্থা থাকলে তো সেটা খুব ভালো কথা। কিন্তু এটা তো আমরা জানি না, আমাদের তো জানাতে হবে বিষয়গুলো।’

তবে স্মার্ট লেনদেনের বিষয়ে ঢাকঢোল পিটিয়ে এখনো বুথ পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বিরক্তি প্রকাশ করেন ক্রেতারা। নুর নগর হাউজিং এস্টেট পশুর হাটে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার আব্দুল মান্নান বলেন, ‘ওইদিন পত্রিকায় দেখলাম এই হাটে ক্যাশলেস লেনদেন হবে। এটিএম বুথ থাকবে। কিন্তু এখানে তো এখনো এটিএম বুথই করেনি।’

নুর নগর হাউজিং এস্টেট হাটের ইজারাদারদের একজন ব্যবসায়ী আব্দুর রহিম সওদাগর বলেন, ‘স্মার্ট বুথ না স্মার্ট হাট, এসব আমি জানি না। সাইফুল ভাই (মূল ইজারাদার) জানে। এমনি বাংলাদেশ ব্যাংক বুথ বসাইছে।’

তবে এই বিষয়ে জানতে চাইলে হাটের ইজারাদার মো. সাইফুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগোর চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

স্মার্ট হাটে এমন আনস্মার্ট ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মানুষকে জানানো না হলে মানুষ তো জানবে না। প্রচারণার বিষয়ে আমরা ইজারদারদের বলে দেব।’

কুরবানির ঈদের মাত্র তিন দিন আগেও ডিজিটাল লেনদেন বুথ পুরোপুরি প্রস্তুত না হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন। বলেন, ‘এটাতে এটিএম বুথ এখনো বসানো না হলে এটা তাদের (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর) অবহেলা। এখন তো আর সময়ও নেই।’

আজকের সারাদেশ/২৬জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা