আজকের সারাদেশ ডেস্ক:
আর্জেন্টিনা ভক্তদের সব জল্পনার ও কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখবেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
সোমবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন মার্টিনেজ।
মার্টিনেজ লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এই সফর শুরু হবে বাংলাদেশে, সেখানে ফান্ডেডনেক্সট ও নেক্সট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। বাংলাদেশে দেখা সাক্ষাৎ ও শুভকামনা বিনিময় শেষে কলকাতায় যাবো। ভারতে আমার আড়াই দিনের সফর শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখবো ও অভিজ্ঞতা নিবো।
৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদান লিওনেল মেসির। মেসি যদি সেই জয়ের অবিসংবাদী নায়ক হয়ে থাকেন, পার্শ্বনায়কদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালের নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে মার্টিনেজ ওই অবিশ্বাস্য সেভটি না করলে গল্পটা বিপরীত হতে পারেতা।
শুধু ফাইনালেই নয়, বিশ্বকাপজুড়েই গোলপোস্টের নিচে দাঁড়িয়ে আস্থার প্রতীক ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারই তার এই স্বীকৃতি। বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের কাছেও তাই এই নায়কের আসনে আসীন এই গোলরক্ষক। সেরা গোলরক্ষকের ট্রফি হাতে তার বিতর্কিত উদ্যাপনও যাকে আলোচনায় রেখেছে অনেক দিন।
আজকের সারাদেশ/২৬জুন/এসএম