কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ইদ-উল-আযহার নামাজ সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৭টায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদ কমিটির সাথে আলোচনা করে আমরা গত সপ্তাহে এই সিদ্ধান্ত নিয়েছি।
শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, বন্ধ ক্যাম্পাসে শিক্ষার্থীদের খুব একটা দেখা যায় না। তবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরারা ইদের জামাতে অংশগ্রহণ করে থাকে। আশা করি এবারও থাকবেন উনারা।
এদিকে ক্যাম্পাসেই ইদ উদ্যাপন করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান। তিনি বলেন, বাড়িতে থাকতে পারলে ভাল লাগত। তবে বিভিন্ন সমস্যার কারণে আমরা ক্যাম্পাসেই আছি। আরো অনেকেই ক্যাম্পাসে আছেন। আমরা যারা আছি জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ, দেশ ও জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করব।
আজকের সারাদেশ/২৭জুন/এসএম