রাত ১০:০৪, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দুদশক পর ৩১ জুলাই চট্টগ্রাম মহানগর আ.লীগের সম্মেলন

আজকের সারাদেশ প্রতিবেদন:

যুবলীগের আংশিক কমিটির পর এবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ( ২৭ জুন) মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মহানগর আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত হয়। নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জুলাই বহুল প্রতিক্ষীত এই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।

এ বিষয়ে কমিটির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ আছে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করে আসছে। তৃণমূল স্তরে সাংগঠনিক কাঠামোগুলো মজবুত করার জন্য আমরা কাজ করছি ।

এ বিষয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘পবিত্র ঈদুল আজহার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কয়েকটি ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন এখনো হয়নি, তা নগর সম্মেলনের আগেই সম্পন্ন করা হবে। কেন্দ্রের নির্দেশনা জুলাইয়ের মধ্যে সম্মেলন করতে হবে। ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন। ৩১ জুলাই নগরীর কিং অব চিটাগাং কনভেনশন হলে সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ৫ জুলাই মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সম্মেলনকে প্রাণবন্ত ও সফল করতে কয়েকটি উপকমিটি গঠন করা হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম চূড়ান্ত ও দলীয় নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’

সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুচ সালাম, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের প্রমুখ।

আজকের সারাদেশ/২৭জুন/একে

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা