আজকের সারাদেশ প্রতিবেদন:
মঙ্গলবার থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটি। এইদিন সকাল থেকেই শুরু হয় ঘরমুখো মানুষের যাত্রা। এতে যাত্রীর চাপ বেড়েছে মহাসড়কে। সড়কে বাড়তি চাপ, সড়কের পাশে কোরবানির হাটের পশু সড়কে চলে আসা, সড়কে অস্থায়ী হাটসহ নানা করণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কে। এই মহাসড়কই চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও চট্টগ্রামের উত্তরের ৪ উপজেলায় যাতায়াতের প্রধানতম পথ।
মঙ্গলবার বেলা বৃদ্ধির সঙ্গে সড়কে যাত্রীর চাপও বৃদ্ধি পায়। সৃষ্টি হয় যানজটের। বিকেলের পর থেকে দীর্ঘ হয় যানজট। সড়কে স্থির হয়ে দাড়িয়ে থাকতে দেখা গেছে শতশত যানবাহনকে। বিকেল থেকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন থেকে শুরু করে হাটহাজারী পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা গেছে। যানজট নিরসনের হাটহাজারী উপজেলা প্রশাসন,নরাউজান হাইওয়ে পুলিশ, হাটহাজারী থানা পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) যৌথভাবে কাজ করছে৷
এইদিন রাত সাড়ে নয়টায় হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় সংবাদকর্মী জালাল রুমি বলেন, ‘আমি বিকেল চারটায় বের হয়েছি গ্রামের বাড়ি ফটিকছড়ির উদ্দেশ্যে। অক্সিজেন থেকে আমার বাসায় যেতে সাধারণত এক ঘন্টারও কম সময় লাগে। কিন্তু সাড়ে চার ঘন্টার বেশি পেরিয়ে গেলেও এখনো জ্যামে আটকে আছি। এই সড়কে কখনোই এমন যানজট হয় না।’
যানজটের জন্য সড়কের পাশের পশুরহাটকে দুষছে হাইওয়ে পুলিশ। রাউজান হাইওয়ে থানার পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘সড়কের পাশে হাট হওয়ায় তারা সড়কেও গরু রাখতেছে। আমরা যতই তাদের ভেতরে পাঠাই, তারা সরছে না। তাই যানজট। আমরা যানজট দূর করে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করতেছি।’
চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ে অক্সিজেন থেকে নতুনপাড়া পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন। সিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি-উত্তর) আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সড়কে আছি, আমাদের ফোর্স কাজ করছে। এখন একটু চাপ বেশি, গরুর হাটের কারণে একটু সমস্যা হচ্ছে। আগামীকালের মধ্যে চাম কমে যাবে।’
এদিকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও চট্টগ্রামের উত্তরের চার উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া যাওয়ার গণপরিবহন যাত্রা করে নগরীর অক্সিজেন বাস স্টেশন থেকে। কিন্তু যানজটের কারণে অক্সিজেন থেকে যাত্রী নিয়ে উত্তরের বিভিন্ন জেলা-উপজেলায় যাওয়া গাড়িগুলো শহরে ফিরতে সময় লাগছে স্বাভাবিকের কারণে ৪ থেকে ৫ গুণ বেশি। এতে গণপরিবহন সংকটে অক্সিজেন মোড়ে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা গেছে। ঘরমুখো মানুষের এমন ভোগান্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বৃষ্টি।
অক্সিজেন মোড়ে বাসের জন্য অপেক্ষায় থাকা ফটিকছড়ির বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘স্ত্রী ও বাচ্চাদের নিয়ে পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। কিন্তু এখানে দুই-তিন ঘন্টা দাড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছি না।’
সিএনজি আলচালিত অটোরিকশাসহ যে সব যানবাহন আছে, তারা বেশি ভাড়া দাবি করছে বলে অভিযোগ করেন তিনি।
স্টেশনে বাস সংকট নিয়ে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ন সম্পাদক মো. শাহজাহান বলেন, ‘ফতেয়াবাদ ও চৌধুরীহাট পশুর হাটের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এতে উত্তর বিভিন্ন জেলা উপজেলায় যাত্রী নিয়ে যাওয়া বাসগুলো শহরে ফিরতে পারছেনা, তাই অক্সিজেন স্টেশনে বাস সংকটের সৃষ্টি হয়েছে।’
যানজট নিরসনে প্রসাশনের প্রতি অনুরোধ জানাম শাহজাহান।
সড়কে অস্থায়ী হাট বন্ধ করে যানজট স্বাভাবিক করতে সকাল থেকে কাজ করছে হাটহাজারী উপজেলা প্রশাসন। সকাল থেকে সড়কের পাশে বডা বেশ কয়েকটি অস্থায়ী পশুরহাট উচ্ছেদ করেছে তারা। তবে দিনের বিভিন্ন সময়ে বসা এসব অস্থায়ী পশুরহাট উচ্ছেদের পাশাপাশি রাত থেকে জরিমানা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইলউএনও) মো. শাহীদুল আলম। তিনি বলেন, ‘আমরা সকাল থেকেই কাজ করছি। সড়কের পাশের অনেক অস্থায়ী হাট উচ্ছেদ করা হয়েছে৷ কিন্তু এসব হাট উচ্ছেদের সময় পশুগুলো সড়কে ছড়িয়ে যায়, তখন দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়, এটা একটা সমস্যা। এখন যারা এরকম অস্থায়ী পশুরহাট বসিয়েছে, আমরা অভিযান পরিচালনা করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আজকের সারাদেশ/২৭জুন/এএইচ