আজকের সারাদেশ প্রতিবেদন:
রাজধানীর গুলশানের হোলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন বিদেশি মিশনের কূটনীতিকরা। সাত বছর আগে ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলার অন্তত ২৯ নিহত হয়েছিল। এরমধ্যে বিদেশি ছিলেন বেশিরভাগ।
শনিবার (১ জুলাই) সকালে গুলশান ৭৯ নং রোডে অবস্থিত হোলি আর্টিজান ক্যাফে প্রাঙ্গণে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কূটনীতিকরা শ্রদ্ধা জানান। হামলায় নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাপান, ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা।
রাজধানী ঢাকার অভিজাত গুলশান এলাকার হোলি আর্টিজান বেকারি, তার পশ্চিমা-শৈলীর জন্য সুপরিচিত। ঢাকায় বসবাসকারী বিদেশি নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় এই রেস্তরাঁ। ২০১৬ সালের ১ জুলাই, হঠাৎই হোলি আর্টিজানে একদল ধর্মীয় উগ্রপন্থীর আক্রমণ হয়। ওই ঘটনায় বাংলাদেশি ও বিদেশি নাগরিক মিলিয়ে জঙ্গীদের হাতে প্রাণ হারান মোট ২২ জন।
আজকের সারাদেশ/১ জুলাই ২৩/জেএম