সকাল ৬:১৫, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ঝরনার পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার বড়দারোগা হাটের নিকটবর্তী এলাকায় রূপসী ঝরনায় এই ঘটনা ঘটে। রাত সাড়ে আটটার দিকে ঝরনার কূপ থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত দুজন হলেন চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির প্রয়াত সুরুজ মিয়ার ১৯ বছর বয়সী ছেলে মো. আরিফ ও একই এলাকার জামিল মিয়ার ১৬ বছর বয়সী ছেলে মো. আফছার।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী।

ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম নগরীর ফিরোজ শাহ কলোনি থেকে কিশোর-তরুণ বয়সের ৯ জন রূপসী ঝরনায় বেড়াতে যায়৷ বিকেল তিনটার দিকে বাসায় ফেরার সময় তারা খেয়াল করে আরিফ ও আফসারকে কোথাও পাওয়া যাচ্ছে না। আশেপাশে খোঁজাখুঁজির পরও না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সাহায্য চায়।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘জাতীয় জরুরি সেবা থেকে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঝর্ণার পাশের একটি কূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছি আমরা।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘আমরা জাতীয় জরুরি সেবা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ফায়ার সার্ভিসও ছিল। স্থানীয়দের সহযোগিতায় ঝরনার কূপ থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

৯ জনের ওই দলে আফসারের বড় ভাইও ছিলেন জানিয়ে তার খালাত বোন রুমকি আক্তার বলেন, ‘তারা এখান থেকে (আকবরশাহ) সকালে ঘুরতে গিয়েছিল। তাদের মধ্যে আফসারের বড়ভাই কাউছারও ছিল। সেখানে ঝরনার একটা গভীর গর্তে আফসার আর আরিফ পড়ে মারা গেছে।’

আজকের সারাদেশ/২জুলাই/এএইচ/এসএম

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা