রাত ৮:৩৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশ দূষণকারী উপাদান ছড়িয়ে গুনল আড়াই কোটির জরিমানা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের ইপিজেড এলাকায় কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার (সিইপিটি) নামক প্রতিষ্ঠানকে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের দায়ে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) শুনানি শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়।

অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট লিমিটেড (সিডব্লিউটিপিএল) নামের প্রতিষ্ঠানের আওতাধীন ইপিজেডের কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের গবেষণাগারে সেই নমুনা পরীক্ষা করে বিভিন্ন পরিবেশ দূষণকারী উপাদান গ্রহনযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। এতে ওই প্রতিষ্ঠানকে শুনানির জন্য নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর। সোমবার প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তার উপস্থিতিতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগেও বিভিন্ন সময় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। সর্বশেষ ২০২২ সালের ১০ ডিসেম্বরও ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এরপর চলতি বছরের ২ ফেব্রুয়ারী ৬ মাসের মধ্যে কার্যকর পরিশোধাগার স্থাপন করে পরিবেশ অধিদপ্তরে এর নকশা দাখিল করা, নিষ্কাশন ব্যবস্থা তৈরি ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড গাইডলাইন ফর স্লাজ ম্যানেজমেন্ট অনুসারে পরিশোধাগার ব্যবস্থাপনার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও পরিবেশ দূষণ রোধে কোনো ব্যবস্থা নেয়নি তারা। এমনকি শুনানি চলাকালীন সময়েও সিইপিটি পরিদর্শন করে ইনলেট থেকে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গত করার প্রমাণ পান পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস।

মিয়া মাহমুদুল হক বলেন, ‘শুনানিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি চলাকালীন সময়ে ঘটনাস্থল থেকে আমাদের একজন রসায়নবিদ অপরিশোধিত বর্জ্য সরাসরি নির্গমের ভিডিও ধারণ করে পাঠিয়েছেন। আমরা সেই ভিডিও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দেখিয়েছি। তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সবকিছু মিলিয়ে প্রতিষ্ঠানটিকে ২ কোটি ৫৯ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে৷ তাছাড়া পরিবেশ অধিদপ্তরের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানটিকে নতুন করে তিন মাস সময় দেওয়া হয়েছে।’

আজকের সারাদেশ/১০জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি