দুপুর ২:২০, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত বাণিজ্যে রুপির ব্যবহার শুরু

আজকের সারাদেশ প্রতিবেদন:

বাংলাদেশ ও ভারতের মধ্যেকার বাণিজ্যে ডলারের পরিবর্তে রুপির ব্যবহার শুরু হল। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে বাণিজ্যে রুপির ব্যবহার শুরুর আনুষ্ঠানিক ঘোষণা হয়।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, এটা দুই দেশের পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের নিদর্শন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ডলারের ওপর চাপ কমাতেই, দীর্ঘ চিন্তা ভাবনা করে আমারা এই পথে গিয়েছি। আমরা আশা করতে পারি, রুপিতে লেনদেনের কারণে বাংলাদেশের রপ্তানি বেড়ে যাবে।

রুপিতে লেনদেনের জন্য দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকই নিজেদের দুটি ব্যাংককে হিসাব খোলার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সোনালী ও ইস্টার্ন ব্যাংক রুপি লেনদেনে বিশেষ অ্যাকাউন্ট খোলার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে। এরই মধ্যে ভারতীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংকে লেনদেন হিসাব খুলেছে সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। একইভাবে বাংলাদেশের এ দুটি ব্যাংকে হিসাব খুলেছে ভারতীয় ব্যাংক দুটি। গত বছর ভারতের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে ভারতীয় মুদ্রা ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

বর্তমানে বৈদেশিক বাণিজ্যের লেনদেন নিষ্পত্তিতে বাংলাদেশ একচেটিয়াভাবে মার্কিন ডলার ব্যবহার করে। তবে গত এক বছরে টাকার বিপরীতে ডলারের মূল্য প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য প্রভাব রেখেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে, ডলার সংকটে পড়েছে বাংলাদেশ। আমদানি বিল নিষ্পত্তি এবং আমদানির জন্য নতুন এলসি খোলায় হিমশিম খাচ্ছে দেশের ব্যাংকগুলো। তখন থেকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক তৃতীয়াংশেরও বেশি কমেছে; ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে রিজার্ভ, যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন।

আজকের সারাদেশ/১১ জুলাই ২০২৩/জেএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি