সকাল ৬:০২, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুসময়ের অপেক্ষায় বিএসইসি

আজকের সারাদেশ প্রতিবেদন:

সুসময়ের অপেক্ষায় আছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। দেশের পুঁজিবাজারে সেই সুসময় এলেই ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রক্ষাপটে দেশের পুঁজিবাজারে পতন ঠেকাতে শেয়ারের সর্বনিম্ন দাম বেঁধে দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছিল। সেই ফ্লোর প্রাইস পুঁজিবাজারের সুসময়ে তুলে নেয়া হবে। আমরা সেই সময়টার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’

মঙ্গলবার দেশের অর্থনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে আলোচ্য বিষয় ছিলো- দেশের পুঁজিবাজারের সমস্যা ও সমাধানের উপায়।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘দেশের পুঁজিবাজারের ফ্লোর প্রাইস (শেয়ারের বেঁধে দেয়া সর্বনিম্ন দাম) তুলে দিতে আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। পুঁজিবাজারের লেনদেন আরও বাড়লে, শেয়ারগুলোর দাম বাড়লে আমরা সঙ্গে সঙ্গে ফ্লোর প্রাইস তুলে নেব।’

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস দেয়ার কারণ ব্যাখ্যা করে শিবলী রুবাইয়াত বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি ৩ বছর ২ মাস হলো। আমরা যখন কাজ শুরু করি তখন মানুষ বাসা থেকে বের হতো না। করোনা ভাইরাসের সংক্রমণ ছিল।

‘করোনার পর শুরু হয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধের পর পৃথিবীর অনেক দেশ বিপদে পড়ে যায়। আমাদের দেশে জ্বালানির দাম বেড়ে গেল। খাদ্যের দাম বেড়ে গেল। সারা বিশ্বে ডলারের দাম নিয়ে সমস্যা শুরু হয়ে গেল। এর পর দেশে দেশে আমদানি, রপ্তানি ও রেমিটেন্সে এর প্রভাব পড়ে গেলো। এসব সমস্যার কারণে আমাদের রিজার্ভ কমে গেল।’

তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি আমদানিনির্ভর। যখন আমদানি কমে যায় তখন সমস্যা দেখা দেয়। কাঁচামাল আসা কমে যায়। তখন উত্পাদনও কমে যায়। উত্পাদন কমে গেলে পণ্যের দাম বেড়ে যায়। কারখানাগুলো সমস্যায় পড়ে গেলে তারা ব্যাংকের টাকা ফেরত দেয় না। তখন আবার ব্যাংকগুলো সমস্যায় পড়ে যায়।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘অর্থনীতিতে একটি মহাবিপদ আসতে যাচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম। সে সময় সব মিলিয়ে আমাদের পুঁজিবাজারের সূচক কমা শুরু করে। আমরা তখন বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তার কথাটা প্রথমেই চিন্তা করি।

‘লাভ-ক্ষতি ও ব্যবসা-বাণিজ্য হবে; তবে আগে আমাদের বিনিয়োগকারীদের পুঁজি রক্ষা করতে হবে। সে কারণেই আমর চাইনি যে বিনিয়োগকারীদের ওপর বড় কোনো ধাক্কা আসুক। সেই প্রক্ষাপটে আমরা দেশের পুঁজিবাজারে ফ্লোর প্রাইস দেই। দেশের বিনিয়োগকারীদের রক্ষা করতেই এই ফ্লোর প্রাইস দেয়া হয়। এটি সাময়িক বিষয়।’

বিএসইসি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ‘সরকারে বিভিন্ন নীতি নেয়ার কারণে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ঠিক হয়ে এসেছে। রিজার্ভ কমছিল, সেটা আবার ৩০ বিলিয়নে স্থিতিশীল আছে। ডলারের সরবরাহ বাড়ছে। ডলারের দাম হয়তো ৯০-এর ঘরে চলে আসবে। বাজার সেদিকেই যাচ্ছে।

‘ডলারের দাম ৯০ টাকায় নেমে এলে মূল্যস্ফীতি ৯ শতাংশ থেকে ৬ শতাংশে নেমে আসবে। দ্রব্যমূল্যও কমে আসবে। তখন আমাদের ক্রয়ক্ষমতা বাড়বে। যারা সঞ্চয় করেন তাদের ক্ষমতা বাড়বে। তখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও ক্ষমতা বাড়বে।’

তিনি বলেন, ‘ডলার সংকটের বড় প্রভাব পড়েছিল আমাদের পুঁজিবাজারে। তারল্য সংকটে পড়ায় পুঁজিবাজার থেকে টাকা তুলে নিয়েছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। সেই টাকা ফিরে আসছে। জ্বালানি সংকটেরও সমাধান হয়ে গেছে।

‘এখন যদি আমাদের জ্বালানি সংকট না থাকে, তারল্য ব্যবস্থাপনা ভালো হয় এবং খাদ্যশস্য সরবরাহে সমস্যা না থাকে তাহলে আমরা একটি ভালো অবস্থার দিকে যাচ্ছি।’

পরামর্শ দিয়ে শিবলী রুবাইয়াত বলেন, ‘আমাদের বাজারে আগে সরকারি ট্রেজারি বিল ছিল না। এখন তা আছে। এগুলো এফডিআর-এর চেয়ে নিরাপদ। এই খাতে এখন সংশ্লিষ্টরা বিনিয়োগ করতে পারেন। আমি মনে করি তাদের ট্রেজারি বিলে বিনিয়োগ করা উচিত।’

আলোচনা সভায় বিশেষ অতিথি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক মোহাম্মদ মোফাজ্জল।

আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সভাপতি হাসান ইমাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ডা. হাফিজ মোহাম্মদ হাসান বাবু, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল।

আজকের সারাদেশ/১১জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি