কক্সবাজার প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যা মামলায় আকাশ আহমেদ বাবুল নামক এক আসামিকে গ্রেপ্তার করে র্যাব। শুক্রবার (১৪ জুলাই) ভোরে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সকালে র্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আকাশ আহমেদ বাবুল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বটটেকি এলাকার বাসিন্দা। তিনি শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যা মামলার দুই নম্বর তালিকাভুক্ত আসামি।
তিনি বলেন, ‘গত ২৫ জুন টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামে পোশাক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে শ্রমিকদের অসন্তোষ চলছিল। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মালিকপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলতে ওই কারখানায় যান। আলোচনা শেষে শহিদুল রাত ৮টার দিকে কারখানা থেকে বের হলে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে ওই রাতেই তিনি মারা যান।’
এ ঘটনায় ছয়জনকে এজাহারভুক্ত আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। যেখানে দুই নম্বর আসামি করা হয় বাবুলকে। মামলার পর থেকেই বাবুল পলাতক ছিলেন। তাকে ধরতে ছায়া তদন্ত শুরু করে র্যাব। আজ শুক্রবার ভোরে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অবস্থানের সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল র্যাবের কাছে শহিদুল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন র্যাবের এই কর্মকর্তা। বাবুলকে গাজীপুর থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাব কর্মকর্তা।
আজকের সারাদেশ/১৪জুলাই/এএইচ