সকাল ৮:৩৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দাড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

আজকের সারাদেশ প্রতিবেদন:

বগুড়ায় সড়কে যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য দাড়ানো ট্রাককে পেছন থেকে আরেক ট্রাকের ধাক্কায় দুই যানের চালকসহ ৪ জন নিহতের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫জুলাই) ভোরে জেলার আদমদদিঘী উপজেলার মুরইল বাস স্ট্যান্ডের পাশে খাড়ীর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন দাড়িয়ে থাকা ট্রাকের চালক কামরাঙ্গীরচরের দাদন মিয়া, সহকারী সাইফুল ইসলাম, চলন্ত ট্রাকের চালক নওগাঁর দয়ালের মোড় এলাকার মোস্তাক এবং ওই ট্রাকের যাত্রী নওগাঁর সাপাহারের রকিবুল ইসলাম।

আদমদীঘি থানার উপপরিদর্শক আলমগীর হোসেন চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেনছেন।  

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের আগে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী একটি ট্রাক শুক্রবার রাতে নষ্ট হয়। সেটি মেরামতের কাজ করছিলেন মালিক ও চালক মোস্তাক আলী। ওই সময় ঢাকা থেকে আসা আরেকটি মালবাহী ট্রাক নওগাঁ যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা মোস্তাকের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের চালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় মোস্তাক ও অপর ট্রাকের সহকারী সাইফুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।

ওসি আরও জানান, এ ঘটনায় আর কেউ আহত নেই। ট্রাক দুটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

আজকের সারাদেশ/১৫জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি