সকাল ৯:২৪, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরেই সরকারি কর্মকর্তাদের বদলি

আজকের সারাদেশ প্রতিবেদন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তাদের বদলি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৫ জুলাই) সকালে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ অবিযোগ করেন।

তিনি বলেন, ‘নির্বাচনী ব্যবস্থা না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ তৎপরতা দেখাচ্ছে, যা এশিয়ার আর কোনো দেশে এমন দেখা যায় না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যেহেতু বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেই কারণে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছে। তারা চায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। দেশে প্রতিনিয়তই ভোট চুরির ঘটনা ঘটছে। তারই অংশ হিসেবে জেলা প্রশাসকদের বদলি করা হচ্ছে।

নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর প্রশ্ন তখন আসবে যখন নির্বাচন হবে। কিন্তু দেশে নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই এ মুহূর্তে আসছে না। হামলা, মামলা, আইন প্রয়োগ, সরকারি কর্মকর্তাদের বদলি সবকিছুই নির্বাচন না করার জন্য বলেও মন্তব্য করেন আমির খসরু।

এর আগে সকাল ৯টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

আজকের সারাদেশ/১৫জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি