কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রশাসনের আয়োজনে সংসদীয় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হল ডিবেটিং সোসাইটি গঠন এবং আগামী ৩১ জুলাই হলটির এক বছর পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে সামনে রেখে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) দুপুর ২ টায় শেখ হাসিনা হলের করিডোরে এ কর্মশালার আয়োজন করা হয়।
এসময় ফাতেমা তুজ জোহরা মিমের সঞ্চালনায় ও প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অমিত দত্ত, হাউস টিউটর কুলছুম আক্তার স্বপ্না সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এসময় প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান বলেন, বিতর্ক এমন একটি গঠন মূলক জায়গা, যেখানে চর্চার মাধ্যমে প্রতিনিয়ত জ্ঞানবৃদ্ধি পাবে। আমাদের হলে যেহেতু এখানে এই রকম কোনো প্লাটফর্ম নাই, তাই বিতর্কের মতো গঠনমূলক জায়গা তৈরি করে ভালো ভালো বিতার্কিক তৈরি করতে পারব।
এদিকে কর্মশালা শেষে একটি শো বিতর্কের আয়োজন করা হয়।
আজকের সারাদেশ/১৫জুলাই/এসএম