বিকাল ৪:১৯, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তিতাস গ্যাস অফিস ঘেরাও

আজকের সারাদেশ প্রতিবেদন:

গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ঢাকার সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ১৫টি গ্রামের এলাকাবাসী।

রোববার সকালের দিকে কয়েক শ’ মানুষ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

প্রায় দুই সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ না পেয়ে চরম দুর্ভোগে রয়েছেন এসব গ্রামের বাসিন্দারা। গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে তিতাস সাভারের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এলাকাবাসীরা জানান, প্রায় দুই সপ্তাহ ধরে তেঁতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়াসহ অন্তত ১৫টি গ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বার বার অভিযোগ করেও গ্যাস সরবরাহ চালু না হওয়ায় বাধ্য হয়ে তারা তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন। সোমবারের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আবারও তিতাস গ্যাস সাভার অফিস ঘেরাও কর্মসূচি পালন করবেন।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন জানান, ইতিপূর্বে সাভারের ফুলবাড়িয়া ও ধলপুরে লাইনে গ্যাস নেই মর্মে এলাকাবাসী অভিযোগ করেন। সমস্যাটি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা যায় কয়েক দিনের মধ্যেই ওইসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।

আজকের সারাদেশ/১৬জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু