আজকের সারাদেশ প্রতিবেদন:
ঢাকা-১৭ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ব্যালট পেপারে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। তবে দিনের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমই দেখা গেছে।
ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট এলাকার কিছু অংশে উপনির্বাচনের জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাসহ সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচনী এলাকায় ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার এবং ইজিবাইকের মতো যানবাহনগুলো সোমবার (১৭ জুলাই) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে। ১৬ জুলাই রাত ১২টা থেকে ১৮ জুলাই রাত ১২টা পর্যন্ত এসব এলাকায় মোটরবাইক চলাচল সীমিত করা হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের (অভিনেতা ফারুক) মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ আলী আরাফাতের সাথে এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘হিরো আলম’ হিসেবে পরিচিত ডিজিটাল কন্টেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম।
নির্বাচন কমিশন (ইসি) ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভির মাধ্যমে উপনির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ।
ঢাকা ১৭ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। মোট ৮৫৩টি ক্যামেরার মাধ্যমে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ.কে.এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
আজকের সারাদেশ/১৭ জুলাই ২০২৩/জেএম