সকাল ১০:২৯, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে বরণ করে নিল মায়ামি

আজকের সারাদেশ ডেস্ক:
জমকালো অনুষ্ঠানে লিওনেল মেসিকে বরণ করে নিলো তার নতুন ক্লাব ইন্টার মায়ামি। অনুষ্ঠানে ক্লাবের তিন স্বত্তাধিকারী ডেভিড বেকহ্যাম, জর্জ ও হোসে ম্যাস ক্লাবের ১০ নম্বর জার্সি তুলে দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকরের হাতে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেসিকে বরণ করে নিতে কানায় কানায় পূর্ন ছিল মায়ামির স্টেডিয়াম।

ইন্টার মায়ামির মেসিকে বরণ করে নেবার অনুষ্ঠান শুরু হবার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। সেই হিসেবে বিকেল থেকে ক্লাবটির হোম গ্রাউন্ড ডিআরভি পিএনকে স্টেডিয়ামে জোড়া হয় মায়ামি আর মেসি ভক্তরা। তবে উৎসব মুখর সেই পরিবেশে বাগড়া দেয় বেরশিক বৃষ্টি।

মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত অবশ্য ফাটল ধরাতে পারেনি মেসি ভক্তদের মনে। বৃষ্টির মাঝেও নেচে গেয়ে আনন্দ করতে করতে স্টেডিয়ামে অপেক্ষা করেন দর্শকরা।

দুই ঘন্টা পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, শুরু হয় মেসিকে বরণ করে নেবার অনুষ্ঠান ‘দ্যা আনভেইল’। স্ত্রী আর তিন ছেলেকে নিয়ে মাঠে হাজির হন এলএমটেন। সাদা টি শার্ট পরে মাঠে আসেন লিও। ফ্লোরিডার, পোর্ট লডারডেলের, ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম তখন কানায় কানায় পূর্ন।

অনুষ্ঠানে শুরুতে মেসির বার্সেলোনার সাবেক সতির্থ সার্জিও বুস্কেটসের হাতে আগে তুলে দেয়া হয় মিয়ামির ৫ নম্বর জার্সি। এরপর মাঠে আসেন লিওনেল মেসি। দাঁড়িয়ে কড়তালির মাধ্যমে এলএমটেনকে অব্যর্থনা জায়ায় মায়ামি ভক্তা আর কর্মকর্তারা। প্রত্যাশিত ভাবেই মেসির হাতে ক্লাবের ১০ নম্বর জার্সি তুলে দেন ইন্টান মায়ামির তিন কর্নধার ডেভিড বেকহ্যাম, জর্জ ও হোসে ম্যাস।

এই অনুষ্ঠানে লিওনেল মেসি বলেন, সবাইকে অংখ্য ধন্যবাদ, এই ভালোবাসার জন্য। এই শহরে আসার পর থেকেই সবার ভালোবাসায় মুগ্ধ আমি। আমি নিশ্চিত আমি এবং আমার বাকি সতির্থরা মিলে মাঠে সর্বোচ্চটা দিয়ে মায়ামিকে সাফল্য এনে দেবার চেস্টা করবো। আশাকরি এই পুরো পথচলায় পাশে থাকবেন আপনারা।

সবকিছু ঠিক থাকলে ২১ জুলাই ক্রুস আসুলের বিপক্ষে ম্যাচে মায়ামির হয়ে অভিষেক হবে ফুটবলের এ মহাতারকার।

আজকের সারাদেশ/১৭জুলাই/এসএম

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী