সকাল ৯:৫৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুবাদের সিরিজ জয়

আজকের সারাদেশ প্রতিবেদন:

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুললো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজ ৩ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।

প্রোটিয়াদের অনূর্ধ্ব-১৯ দলের ছুড়ে দেওয়া ২১১ রানের লক্ষ্য ৪৭.১ ওভারেই পেরিয়ে যায় বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার চৌধুরী মো. রিজওয়ান এবং আরিফুল। দুজনের জুটিতে আসে ৪০ রান। রিজওয়ান বিদায় নিলেও একপ্রান্ত আগলে রাখেন আরিফুল। তাকে দারুণ সঙ্গ দেন আদিল বিন সিদ্দিক। তাদের তৃতীয় উইকেট জুটিতে আসে ৮৭ রান। ৭০ বলে সাত চার ও ১ ছক্কায় ৫৮ রান করে বিদায় নেন আদিল।

তবে জুটি ভাঙলেও আরিফুল রানের চাকা সচল রাখেন। তিনিও দেখা পান ফিফটির। অবশ্য অপর প্রান্তে তখন নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষদিকে শিহাব জেমসের ১৫ ও মাহফুজুর রাব্বির অপরাজিত ১৭ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দল। সপ্তম উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে আরিফুল ৮৫ বলে পাঁচ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৭১ রানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পেসার লিয়াম অ্যালডার একাই নেন ৪ উইকেট এবং জুয়ান জেমস নেন তিন উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভার পর্যন্ত খেলে ১০ উইকেটে ২১০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভিড টিগার এবং অধিনায়ক জুয়ান খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রানের ইনিংস। বল হাতে ৩ উইকেট নেনে বাংলাদেশের মাহফুজুর।

আজকের সারাদেশ/১৭জুলাই/একে

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি