সকাল ৭:০৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

হামলার ঘটনা জানিয়ে ইইউকে চিঠি দেবেন হিরো আলম

আজকের সারাদেশ প্রতিবেদন:

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন চলাকালীন সময়ে হামলা শিকার হওয়ার ঘটনাটি ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দিয়ে জানাবেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, “নৌকার ব্যাজধারীরা আমার ওপর হামলা চালিয়েছে৷ বর্তমান সরকারের অধীনে আর নির্বাচনে করা যাবে না।”

সোমবার (১৭ জুলাই) রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে ফেসবুক লাইভে হিরো আলম এ কথা বলেন। উপনির্বাচনের ভোট চলাকালে রাজধানীর বনানীতে হামলার শিকার হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

নিজের ওপর হামলাকে পরিকল্পিত উল্লেখ করে হিরো আলম বলেন, কেন্দ্রে অবৈধ সিল মারার ঘটনায় বাধা দেওয়ায় তাঁর ওপর আক্রমণ হয়েছে। তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যানেরও ঘোষণাও দেন তিনি। বলেন, “এই সরকারের (আওয়ামী লীগ) অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবো না। আমাকে মারা দৃশ্য সারা বিশ্ব দেখেছে। যারা এ হামলা চালিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।”

প্রায় ৭০ জন ইউটিউবার নিয়ে হিরো আলম ভোট কেন্দ্রে গেছে বলে নির্বাচন কমিশনের অভিযোগ প্রসঙ্গে হিরো আলম বলেন, ইসি নির্বাচন নিয়ে রাজনীতি করছে। যেখানে তিনজনের বেশি কেন্দ্রে ঢোকা যায় না, সেখানে ৭০ জন নিয়ে ঢোকার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এমন পরিবেশ হলে আর নির্বাচনের যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে উল্লেখ করেন তিনি।

আজকের সারাদেশ/১৭জুলাই/এসএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি