ভোর ৫:৫৭, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইইউ-আমেরিকা এসে বিএনপিকে ঘোড়ার ডিম দিয়ে গেছে: ওবায়দুল কাদের

আজকের সারাদেশ প্রতিবেদন:

ইইউ আর আমেরিকা এসে বিএনপিকে ঘোড়ার ডিম দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আসলো, বিএনপিকে দিয়ে গেল ঘোড়ার ডিম। আমেরিকানরা এলো, বিএনপিকে দিয়ে গেল ঘোড়ার ডিম। বিএনপির পদযাত্রা পরাজয় যাত্রা, বিএনপির পদযাত্রা পতন যাত্রায় পরিণত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলােই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন শোভাযাত্রা শেষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গনে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে দুপুর একটা থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। এসময় রঙিন গেঞ্জি পরে ও ক্যাপ মাথায় দিয়ে নেতাকর্মীরা নানা শ্লোগান দেন। আওয়ামী লীগের শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শুরু হয়ে শাহবাগ মোড় হয়ে এলিফ্যান্ট রোড ও সিটি কলেজ হয়ে ধানমন্ডি বত্রিশ নাম্বারে গিয়ে শেষ হয়।

ওবায়দুল কাদের বলেন, এ দেশে তত্ত্বাবধায়ক আর হবে না। সংবিধান অনুসারে হবে আগামী নির্বাচন। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকে বলে দিয়েছি, আমরা শান্তি চাই। নির্বাচনের আগে আমরা শান্তি চাই। নির্বাচনের পরেও আমরা শান্তি চাই।

আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আশা করেছিল, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এসে তাদের তত্ত্বাবধায়ক দিয়ে যাবে। সেই আশায় গুড়ে বালিভ। বিএনপি আইন মানে না, বিচার মানে না। নিজের বিপক্ষে গেলে বিএনপি কিছুই মানে না। আমরা তত্ত্বাবধায়ক মানি না। আমাদের দফাও একটা।

সংবিধানে যা লেখা আছে, সেভাবেই আমরা নির্বাচন করবো। এর বাইরে আমরা এক চুলও নড়বো না। খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে বলে জানান সেতুমন্ত্রী।

আজকের সারাদেশ/১৮জুলাই/এসএম

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী