সকাল ৬:১৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুবিতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় জনপ্রতি ব্যয় ৭৭ টাকা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থ বছরে ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার বাজেটে ৬ লক্ষ টাকা প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। যা মোট বাজেটের .০৯৮ শতাংশ। এতে জনপ্রতি বরাদ্দ হয়েছে ৭৭ টাকা ৮ পয়সা৷ যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

অর্থ দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ১৪১ জন শিক্ষার্থী, ২৬৫ জন শিক্ষক ও ৩০৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিপরীতে এ বছর ছয় লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত বছরে ছিল পাঁচ লক্ষ টাকা। যেখানে ৪ লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল।

এদিকে স্বাস্থ্যসেবায় অপ্রতুল বরাদ্দ দাবি করে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল হালিম বলেন, মেডিকেলে স্বাস্থ্যসেবা খুবই নিম্নমানের। এখানে নাপা-স্যালাইন ও কিছু সর্দির ওষুধ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তার উপর মাত্র ৬ লক্ষ টাকা বরাদ্দই প্রমাণ করে স্বাস্থ্যসেবা নিয়ে প্রশাসন কতটা উদাসীন।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্যখাতে কিসের ভিত্তিতে বরাদ্দ দেয়া হয়েছে তা আমার জানা নেই। তবে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বেশি জোর দেওয়া উচিত। তাই বাজেটটা আরেকটু বাড়াতে পারলে ভাল হত।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, আমাদের যে বাজেট দেয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যদি আরেকটু বাড়ানো যেত আমরা বেটার সার্ভিস দিতে পারতাম। বর্তমানে বরাদ্দের ৪ লক্ষ টাকা দেয়া হয়েছে ঔষধ ক্রয়ের জন্য, ২ লক্ষ দেয়া হয়েছে ইন্সট্রুমেন্টের জন্য।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় মেডিকেলের জন্য ১২ রকমের ওষুধ ক্রয় করা হয়। যা দিয়ে প্রাথমিক চিকিৎসা ছাড়া বিশেষ কোনো সেবা দেয়া সম্ভব হয় না।

স্বাস্থ্যসেবায় বাজেট বৃদ্ধির বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, আমাদের যে স্কেলে সেবা দেওয়ার কথা সে স্কেলে সেবা দেওয়ার জন্য এই পরিমাণ বরাদ্দ যথেষ্ট। তারপরও যদি বিশেষ কোনো পরিস্থিতির তৈরী হয় তাহলে আমরা বছরের মাঝামাঝি যে রিভাইস বাজেট দেয়া হয় সেখানে পরিমাণটা বৃদ্ধি করে দিবো।

এদিকে এবারের মোট বাজেটের বড় অংশ ব্যয় হচ্ছে বেতন ভাতা বাবদ। যার পরিমাণ ৩৯ কোটি ৮২ লক্ষ টাকা। এছাড়াও পণ্য ও সেবা বাবদ ১৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা, গবেষণা বাবদ ২ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ৬ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা ৮ লক্ষ টাকা, মূলধন বাবদ ৪ কোটি ১৮ লক্ষ টাকা, অন্যান্য অনুদান বাবদ ১৬ লক্ষ টাকা।

এর আগে গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ তম সিন্ডিকেট সভায় ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে এ বাজেট পাস হয়।

আজকের সারাদেশ/১৮জুলাই/এসএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি