দুপুর ২:৪৪, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হওয়ায় জাকারিয়া দস্তগীরকে সংবর্ধনা

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকারিয়া দস্তগীর কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বীরোচিত সংবর্ধনা দিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রাম পুরাতন রেল ষ্টেশন চত্বরে এই বিশাল সংবর্ধনা দেয় মহানগর, উত্তর ও দক্ষিন জেলা ছাত্রলীগ।

এর আগে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা খন্ড খনড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে থাকে।

ঢাকা থেকে জাকারিয়া দস্তগীরকে বহনকারী রেল ষ্টেশনে পৌছার সাথে সাথে সংবর্ধনা বিশাল ছাত্র সমাবেশে রুপ নেয়। এসময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে শ্লোগানে শ্লোগানে স্বাগত জানায়।

পরে অস্থায়ী মঞ্চে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু’র সভাপতিত্বে অনষ্টানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান তপু, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তাহের, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিন জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

বক্তারা বলেন, জাকারিয়া দস্তগীরকে বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত করার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনা তৃণমূল ছাত্রলীগকে মুল্যায়ন করেছেন। এর মাধ্যমে চট্টগ্রামের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। আগামীতে দেশ ও জাতির বিরুদ্ধে যেকোন অশুভ শক্তির মোকাবেলায় ছাত্রলীগ পিতা মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে কাজ করবে।


এই সময় চট্টগ্রামের ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকেও ধন্যবাদ জানান।

আজকের সারাদেশ/১৯জুলাই/এসএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি