সকাল ৭:০৬, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

যৌতুকের বলি অন্তঃসত্ত্বা সুমি, স্বামীর মৃত্যুদণ্ড

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মো. মহিউদ্দিন (৩২) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। তবে ঘটনায় জড়িত থাকার প্রমাণ না মেলায় মহিউদ্দিনের মা-বাবাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা মামলাটির রায় ঘোষণা করেন।

মো . মহিউদ্দিন ভুজপুর থানার বড় বেতুয়া গ্রামের আলম মাষ্টার বাড়ির মো. নুরুর ছেলে। খালাস পাওয়া দুজন মহিউদ্দিনের বাবা মো. নুরু এবং মা জরিনা বেগম।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি মো. কফিল উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ অক্টোবর খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে সুমি আক্তারের সাথে মহিউদ্দিনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে সুমিকে ১ লাখ টাকা যৌতুকের জন্য শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে সে। নির্যাতনের কথা সুমি তার পরিবারকে জানালে এই বিষয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠক বসে। বৈঠকে সুমিকে আর কখনো যৌতুকের জন্য নির্যাতন করা হবে না বলে ক্ষমা চায় মহিউদ্দিন।

এরমধ্যে ২০১৯ সালের ১৪ আগস্ট তিন মাসের অন্তঃস্বত্ত্বা অবস্থায় বমি করতে করতে সুমি মারা গেছে বলে ফোন করে তার পরিবারকে জানানো হয়। এতে নিহত সুমির পরিবারের লোকজন তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে সুমির মৃত্যুর কারণ জানতে চাইলে মহিউদ্দিন ও তার বাবা-মা অসংলগ্ন অচরণ করতে থাকেন। এসময় খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরবর্তীতে নিহত সুমির বাবা আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে ভুজপুর থানায় মামলা দায়ের করতে চাইলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। এতে তিনি বাদী হয়ে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এ একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়।

এই মামলায় পরের বছরের ২ ফেব্রুয়ারী আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। প্রতিবেদনে ময়নাতদন্তের ফলাফল অনুযায়ী ভোতা অস্ত্রের আঘাতে মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণে সুমির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর ২০২১ সালের ৫ জানুয়ারী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।  

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খন্দকার আরিফুল আলম বলেন, ‘বিচার শুরুর পর এই মামলায় আসামিদের বিরুদ্ধে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত মামলাটির রায় ঘোষণা করেন।’

রায় ঘোষণার সময় আসামি মহিউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বেঞ্চ সহকারি মো. কফিল উদ্দিন। #

আজকের সারাদেশ/১৯জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি