রাত ৮:১৮, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আ.লীগ-বিএনপির কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলা, প্রচারণার গাড়ি ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করেছে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে নগরীর খুলশীর লালখান বাজারে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মূল গেটের বিপরীতে প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আনুমানিক ৩০০ গজ দূরে নগরীর নুর আহমদ সড়কে বিএনপির অফিসে ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে বিএনপির পদযাত্রা শেষে নেতাকর্মী লালখান বাজারে নৌকা প্রার্থীর নির্বাচনি কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় হঠাৎ নির্বাচনি কার্যালয় লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছুঁড়তে থাকে তারা। কয়েকজন ভেতরে গিয়ে প্রচারণার কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া কার্যালয়ে জানলার কাচ ভেঙে ফেলে। কার্যালয়ের সামনে রাখা নির্বাচনি প্রচারণায় যুক্ত কয়েকটি গাড়ি ভাংচুর করেন। এরপর তারা সড়কেও যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে আসতে থাকলে তারা চলে যায়।

ঘটনার পর পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে এগোতে থাকে। এক পর্যায় তারা বিএনপির অফিন ভাঙচুরসহ সেখানে থাকা ব্যানার পেস্টুন জ্বালিযে দেয়।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, আমরা উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে প্রার্থীকে নিয়ে প্রচারণায় ছিলাম। সেখানে খবর পাই, বিএনপির পদযাত্রা শেষে লালখান বাজারে আমাদের যে মূল নির্বাচনি কার্যালয় আছে, সেখানে হামলা হয়েছে। কার্যালয়ে সেসময় নেতাদের মধ্যে কেউ ছিলেন না। কয়েকজন কর্মী ছিল। এ সুযোগে বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা করে।

এদিকে মহানগর বিএনপির দপ্তর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী বলেন, লালখান বাজার থেকে সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগের লোকজন এসে আচমকা মহানগর বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। এসময় তারা জয় বাংলা স্লোগান দেয়। ঘটনার পর তারা মিছিল নিয়ে চলে যায়।

আজকের সারাদেশ/১৯জুলাই/এসএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি