দুপুর ১২:২৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

তেলের ডিপোতে নিরাপত্তা প্রহররীর গলায় তার প্যাচানো মরদেহ

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় বৈদ্যুতিক তার প্য্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২২ বছর বয়সী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে উপজেলার সলিমপুরে সড়ক এলাকায় পোড়া তেলের ডিপো থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ৫২ বছর বয়সী মো. নুরুন নবী ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা। তিনি ওই ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইয়্যেদ। তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার ভোরে জাতীয় জরুরী সেবা থেকে কল পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি আমরা। তার কপালে ধারালো অস্ত্রে  জখন রয়েছে।’

‘যে ডিপো থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তি সেখানে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। তার সাথে একটি ছেলে থাকতো, তাকে আমরা জিজ্ঞাসবাদের জন্য হেফাজতে নিয়েছি।’

জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া যুবকের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, ‘রাত দুইটার দিকে ৫ থেকে ৬ জন লোক এসে তাকে (হেফাজতে নেওয়া যুবককে) মারধর করে, এতে সে পালিয়ে যায়। পরে  নিহতের ছেলে খবর পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে সাহায্য চায়।’

এই ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

আজকের সারাদেশ/২০জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি