সকাল ১০:০০, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রাজ্য সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব’ নারীকে বিবস্ত্র রাস্তায় হাঁটানোর ঘটনায় প্রধান বিচারপতি

আজকের সারাদেশ ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি শাসিত রাজ্য মণিপুরে দুই নারীকে গণধর্ষণের পর বিবস্ত্র করে উন্মুক্ত রাস্তায় হাঁটতে বাধ্য করার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। এরমধ্যে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, যদি সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। খবর-এনডিটিভি

ঘটনাটিকে ‘চরম বিরক্তকর’ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ভিডিও’র দৃশ্যটিতে ‘সাংবিধানিক ব্যর্থতা’ ফুটে উঠেছে।

সরকারকে এ ঘটনায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই অঞ্চলে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে আদালতকে জানাতে হবে।

প্রধান বিচারপতি বলেন, যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে। সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ২৮ জুলাই মামলাটি গ্রহণ করবে আদালত।

ডিওয়াই চন্দ্রচূড় বলেন, গতকাল (বুধবার) প্রকাশিত ভিডিওটির জন্য আমরা খুব গভীরভাবে বিরক্ত। আমরা আমাদের গভীর উদ্বেগ জানাচ্ছি। এটা অগ্রহণযোগ্য। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ ও কড়া ব্যবস্থা নেওয়ার এখনই সময়।

প্রধান বিচারপতি বলেন,  সরকারের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আদালতকে অবশ্যই জানাতে হবে। যদি সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নেয়, তাহলে আমরা ব্যবস্থা নেব।

আজকের সারাদেশ/২০জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি