সকাল ৯:১৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রদূতদের বিবৃতি ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন: তথ্যমন্ত্রী

আজকের সারাদেশ প্রতিবেদন:

হিরো আলমকে মারধরের ঘটনায় বিদেশি রাষ্ট্রদূতদের দেয়া যৌথ বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সচিবালয়ে বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘১৩টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, বিষয়টি রাজনৈতিক দলের মতো। রাষ্ট্রদূতদের জোটবদ্ধ হয়ে বিবৃতি দেয়া ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রদের ভিয়েনা কনভেনশন মেনে চলার অনুরোধ জানাব।’

তিনি বলেন, ‘ভারত বা পাকিস্তানে যখন সহিংসতা হয়, আশপাশে অন্য দেশে যখন সহিংসতা হয়, সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেয় না। আমাদের দেশে কেন এভাবে বিবৃতি দেয়া হচ্ছে?’

‘আমাদের কিছু রাজনৈতিক দল, সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেয়ার জন্য তাদের প্ররোচণা দেয়।’

পদযাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ‘এটা স্পষ্ট, ওনারা সহিংসতা করতে চান। সহিংসতা শুরু করলে সরকার বসে থাকবে না। আমাদের দলও জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে।’

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর দেয়া শুক্রবার জুমার নামাজের পর মসজিদে লিফলেট বিতরণ করার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘লিফলেট তারা বিতরণ করতেই পারে। তবে রিজভী সাহেব শুক্রবার নামাজ পড়েন কি? আমি ফেসবুকে দেখলাম তিনি ঢাকা-১৭ আসনের একজন প্রার্থীকে অর্ধপাগল, অর্ধশিক্ষিত বলেছেন। কোনো প্রার্থীকে অর্ধপাগল অর্ধশিক্ষিত বলা সমীচীন নয়।’

আজকের সারাদেশ/২০জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি