সকাল ৬:৩০, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় গ্রেপ্তার ৪

আজকের সারাদেশ ডেস্ক:

ভারতের মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় আরও একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

এ নিয়ে নারীদের হেনস্তার ঘটনায় গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।

রাজ্য পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ঘটনার অন্যতম সন্দেহভাজন এক যুবককে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়। দুই নারীর ভিডিও ভাইরাল হওয়ার পর থৌবাল জেলা থেকে গ্রেপ্তার করা হয় ৩২ বছর বয়সী হুইরেম হেরাদাস সিংকে।

ভিডিওতে সবুজ টি-শার্ট পরা ওই যুবক একজন নারীকে টেনে নিয়ে যাচ্ছিলেন।

ঘটনার অনেক পরে ভিডিও ফাঁস হওয়া এবং অপরাধ সংঘটনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নিয়ে পুলিশের ব্যাপক সমালোচনার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হলো।

মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, ‘ভিডিও দেখে আমরা এ বর্বরোচিত অপরাধের নিন্দা জানানোর পাশাপাশি একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেয়ার সিদ্ধান্ত নিই…এ নিয়ে অধিকতর তদন্ত চলছে এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করা হবে।’

রাজ্য নারীদের বিবস্ত্র করায় জড়িতদের মৃত্যুদণ্ড চাইবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

মণিপুরে গত ৪ মে দুই নারীকে বিবস্ত্র করে সড়ক ধরে হাঁটায় একদল পুরুষ। ওই দুজনকে পরবর্তী সময়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগও ওঠে।

গা শিউরে ওঠার মতো ঘটনাটির ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম নামের সংগঠনের বিবৃতিতে বলা হয়, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে ক্যাংপোকপি জেলায় গত ৪ মে ঘটনাটি ঘটে, তবে পুলিশ বলেছে, ঘটনাটি অন্য জেলার। যদিও এ সংক্রান্ত এজাহার করা হয়েছে ক্যাংপোকপি জেলায়।

আজকের সারাদেশ/২১জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি