দুপুর ১:৪০, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুইডেনে কোরআন অবমাননা নিয়ে জাতিসংঘের মহাসচিবকে ইরানের চিঠি

আজকের সারাদেশ ডেস্ক:

সুইডেনে কোরআন অবমাননার ঘটনা অব্যাহত থাকায় বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে চিঠি লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান।

চিঠিতে কোরআন পোড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানায় ইরান।

প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, সুইডেনের স্টকহোমের প্রধান মসজিদের সামনে ইরাকি শরণার্থী সালওয়ান মোমিক কোরআনে লাথি মারার কয়েক ঘণ্টা পর জাতিসংঘপ্রধানের কাছে চিঠিটি পাঠান ইরানের শীর্ষ কূটনীতিক।

সুইডেনে কোরআন অবমাননার এ ঘটনায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশে তীব্র প্রতিবাদ হয়েছে। তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোরআন অবমাননা করেন শরণার্থী মোমিক। গত মাসে তিনি পবিত্র গ্রন্থটির একটি কপি পুড়িয়ে দেন, যা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গুতেরেসকে লেখা চিঠিতে আমির-আবদোল্লাহিয়ান বলেন, কোরআন অবমাননার ঘটনা মুসলিম ও বিশ্বজুড়ে ঐশী ধর্মের অনুসারীদের অনুভূতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ ধরনের অবমাননাকর ঘটনায় উদ্বেগ বাড়ছে।

চিঠিতে বলা হয়, কোরআন অবমাননার মতো উসকানিমূলক কর্মকাণ্ডে সুইডেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি দেওয়ার বিষয়টির তীব্র নিন্দা জানায় ইরান।

আমির-আবদোল্লাহিয়ান কোরআন অবমাননার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জাতিসংঘ মহাসচিবকে তাগিদ দেন।

এ ধরনের ঘটনা সংঘটনের তীব্র বিরোধিতার জন্য জাতিসংঘের মহাসচিব যেন সদস্য রাষ্ট্রগুলোকে বলে দেন, সে আহ্বানও জানানো হয় চিঠিতে।

আজকের সারাদেশ/২১জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি