সকাল ৯:৪৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

তর্জন-গর্জন ছাড়া অন্য কিছু করার সামর্থ্য নেই বিএনপির: তথ্যমন্ত্রী

আজকের সারাদেশ প্রতিবেদন:

বিএনপির তর্জন-গর্জন ছাড়া অন্য কিছু করার সামর্থ্য নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে পা ভাঙা বাঘ এবং খাঁচায় বন্দী সিংহ। তর্জন-গর্জন ছাড়া তাদের অন্য কিছু করার সামর্থ্য নেই।’

শুক্রবার সকালে কুড়িগ্রামে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার আগে জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘তারা যদি দেশে শান্তি-শৃঙ্খলা-স্থিতি বিনষ্টের অপচেষ্টা করে, সরকার কঠোর হস্তে দমন করবে। আওয়ামী লীগও জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে নির্বাচন হবে সংবিধানের আওতায়। নির্বাচনে সংবিধানের এক চুল ব্যত্যয় হবে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালে প্রধানমন্ত্রী থাকবেন। যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদত্যাগ করেন না।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি শুধু পাকিস্তানে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমার প্রশ্ন, তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ-অনুকরণ করে? মির্জা ফখরুল সাহেব কদিন আগেও বলেছেন পাকিস্তানই ভালো ছিল। তারা পাকিস্তানকে অনুকরণ করবে এটাই স্বাভাবিক।’

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘ইইউ প্রতিনিধি দল এসেছে নির্বাচন কমিশনের আমন্ত্রণে। অন্য কারও আমন্ত্রণে নয়। যেহেতু নির্বাচন কমিশনের আমন্ত্রণে এসেছে, তারা কমিশনের সঙ্গে, সরকারি দল, বিরোধী দল সবার সঙ্গে বৈঠক করেছে এবং তাদের এ আসাটা অত্যন্ত ইতিবাচক। কারণ নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইইউ প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিল। ইইউ তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রতিনিধি দল পাঠিয়েছে।’

কুড়িগ্রাম জেলা পরিষদ হলে আয়োজিত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু সঞ্চালনা করেন।

আজকের সারাদেশ/২১জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি