বিকাল ৫:১১, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মাদক ব্যবসার জেরে যুবক খুন

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে আফছার উদ্দিন এরশাদ (৩৩) নামের এক যুবককে কুপিয়ে ও আগুনে পুড়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আফছার উদ্দিন এরশাদ একই এলাকার নূর বক্সের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে বিকেল চারটার দিকে পাহাড়ি কলাবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করেছি। তাকে কুপিয়ে ও খুছিয়ে হত্যা করা হয়েছে। সে সাধারণত কৃষি কাজ করে। কিন্তু এর পাশাপাশি মাদকসেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরেই তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।’

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল বলেন, ‘সকাল ১০ টার দিকে সে পাহাড়ে যায় চাষাবাদের কাজে। পরে বিকেল তিনটার দিকে তার চাচা পাহাড়ে বিভৎস অবস্থায় মরদেহটি দেখতে পায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, পাশাপাশি লাঠি দিয়ে খোঁছানো হয়েছে। তাছাড়া শরীরের পেছনের দকটা আগুনে পোড়ানো হয়েছে। সাদ্দাম নামে তার এক পার্টনার ছিল, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা সংক্রান্ত কোনো বিরুধের কারণে সাদ্দাম ও তার লোকজন এরশাদকে হত্যা করেছে।’

আজকের সারাদেশ/২২জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু