আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে আফছার উদ্দিন এরশাদ (৩৩) নামের এক যুবককে কুপিয়ে ও আগুনে পুড়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আফছার উদ্দিন এরশাদ একই এলাকার নূর বক্সের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে বিকেল চারটার দিকে পাহাড়ি কলাবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করেছি। তাকে কুপিয়ে ও খুছিয়ে হত্যা করা হয়েছে। সে সাধারণত কৃষি কাজ করে। কিন্তু এর পাশাপাশি মাদকসেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরেই তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।’
স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল বলেন, ‘সকাল ১০ টার দিকে সে পাহাড়ে যায় চাষাবাদের কাজে। পরে বিকেল তিনটার দিকে তার চাচা পাহাড়ে বিভৎস অবস্থায় মরদেহটি দেখতে পায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, পাশাপাশি লাঠি দিয়ে খোঁছানো হয়েছে। তাছাড়া শরীরের পেছনের দকটা আগুনে পোড়ানো হয়েছে। সাদ্দাম নামে তার এক পার্টনার ছিল, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা সংক্রান্ত কোনো বিরুধের কারণে সাদ্দাম ও তার লোকজন এরশাদকে হত্যা করেছে।’
আজকের সারাদেশ/২২জুলাই/এএইচ