দুপুর ২:৫৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা উপমন্ত্রীকে কাছে পেয়ে কাঁদলেন তিন মেয়ে হারানো বাবা-মা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে অগ্নিকান্ডে নিহত তিন কন্যার পরিবারকে তাদের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার(২২জুলাই) সকালে বান্ডেল রোড সেবক কলোনীর বাড়িতে গিয়ে নিহত তিন কন্যা হারানো মিঠুন দাশ-আরতি দাশ দম্পতি সমবেদনা জানানোর পাশাপাশি খোঁজ খবর নেন উপমন্ত্রী। এসময় শিক্ষা উপমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মিঠুন দাশ-আরতি দাশ দম্পতি।

এসময় শিক্ষা উপমন্ত্রী বলেন, আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নই। সন্তান হারানোর বেদনা সহ্য করা কোন পিতা মাতার পক্ষে সম্ভব নয়। মহান সৃষ্টিকর্তার কর্তার কাছে আপনাদের সন্তানের আত্মার শান্তি কামনা করি।

শিক্ষা উপমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানান সেবকরা। সেবকদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

এসময় শিক্ষা উপমন্ত্রীর সাথে ছিলেন, নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বাংলাদেশ হরিজন পরিষদ, চট্টগ্রাম জেলার সভাপতি বিষ্ণু দাশ, ঝান্না দাস, দিলীপ দাস, কৃষ্ণ দাশ প্রমুখ

এর আগে গত ২০ জুন সকালে মা-বাবা কর্মস্থলে চলে গেলে বাসায় আগুনে দগ্ধ হন তিন বোন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময় হাসপাতালে মারা যান তারা।

মূলত অগ্নিকাণ্ডের সময় সবার ছোট আড়াই বছর বয়সী বোনটির যাতে কোনো ক্ষতি না হয়, তার শরীরের ওপর ‘মানবঢাল’ তৈরি করেন বড় তিন বোন। আগুনে দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিন সপ্তাহের মধ্যে একে একে তিন বোনই মারা যায়। অগ্নিকাণ্ডের পরে তাৎক্ষণিক দগ্ধদের চিকিৎসা ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী।

আজকের সারাদেশ/২২জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি