সকাল ৬:০৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে ‘ঝুকিপূর্ণ’ বলে কাটা হচ্ছে ১২৯ স্বাভাবিক গাছ

আজকের সারাদেশ ডেস্ক:

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ও ঝুকিপূর্ণ হওয়ার কথা জানিয়ে ১২৯ টি অক্ষত ও স্বাভাবিক গাছ কাটা হচ্ছে বরিশালে। সম্প্রতি ঠিকাদারের কাছ থেকে দরপত্র গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। খুব শিগগিরই গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

খোঁজ নিয়ে জানা যায়, সাগরদী কলোনি ও চাঁদমারী ভিআইপি কলোনিতে থাকা ১২৯টি গাছ নিলামে বিক্রির জন্য গত ২২ জুন নিলাম দরপত্র আহ্বান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি ঠিকাদারদের কাছ থেকে নিলাম দরপত্র গ্রহণও করেছে পাউবোর পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিভাগ। ৪০টির ওপর দরপত্র বিক্রি করা হলেও নিলামে অংশগ্রহণ করেছে চার ব্যক্তি ও প্রতিষ্ঠান। এদের মধ্যে আরিফ নামের এক ব্যক্তি নির্ধারিত ১৭ লাখ টাকার অনুকূলে প্রায় ২৪ লাখ টাকা মূল্য হাঁকিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে এগিয়ে আছেন।

পাউবোর নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ কর্তন বা অপসারণে নিলাম দরপত্র আহ্বান করা হয়েছে। নিলামে দুটি লটে ১২৯টি গাছ বিক্রি করা হবে।’ নিলাম দরপত্রে এমনটি দাবি করা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।

পাউবোর কর্মচারী ও দুটি কলোনিতে বসবাসকারীদের অভিযোগ, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাছ দেখিয়ে ১২৯টি গাছ বিক্রি করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যা সম্পূর্ণ অযৌক্তিক। কেননা গাছগুলো স্বাধীনতার আগে লাগানো। এ গাছগুলো দুটি কলোনিকে ছায়া দিচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। এখন গাছগুলো কেটে ফেললে দুটি কলোনিই জলাভূমিতে পরিণত হবে। সেখানে নতুন করে একশ গাছ লাগালেও একটি গাছের ক্ষতি পূরণ করতে পারবে না।’

সরজমিনে দেখা গেছে, পাউবোর পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তরসংলগ্ন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের পেছনে দুই-তিনটি গাছ বন্যায় ভেঙে ও হেলে পড়েছে। তবে নিলামে বিক্রির জন্য রঙ দিয়ে নম্বর লিখে চিহ্নিত করা গাছগুলো সম্পূর্ণ অক্ষত।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরিশালের অন্যতম সংগঠক রফিকুল আলম বলেন, ‘চাইলেই গাছ কাটার সুযোগ নেই। তার ওপর সেটা যদি হয় সরকারি সম্পদ। তবে কোনো গাছ ঝড়ে ক্ষতিগ্রস্ত বা মরে যাওয়ার উপক্রম ঘটেছে সেক্ষেত্রে শুধু ওই গাছগুলোই কাটা যেতে পারে। এর বাইরে কোনোভাবেই গাছ কাটা যাবে না।’

বরিশাল পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিব হোসাইন বলেন, ‘যে গাছগুলো নিলামে বিক্রি করা হচ্ছে সেগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত। মানুষের মতো গাছেরও বেঁচে থাকার একটি নির্ধারিত সময় আছে। যেই গাছগুলো কাটা হচ্ছে সেগুলো বয়স্ক। এখন মরে যাচ্ছে। তাছাড়া অনেক গাছের ডালপালা ঝড়ে ভেঙে গেছে। এজন্য সেগুলোও বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে বন বিভাগের অনুমতি রয়েছে। বন বিভাগ আমাদের শর্ত দিয়েছে একটি গাছ কাটলে দুটি লাগাতে হবে। আমরা সেই শর্ত মেনেই বিক্রির উদ্যোগ নিয়েছি।’

আজকের সারাদেশ/২২জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি