সকাল ৯:৩৮, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মীর হেলালসহ ৯ জনের বিরুদ্ধে কেয়ারটেকারের মামলা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালসহ ৯ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি মামলা করেছেন মো. নুরুল ইসলাম নামে এক ব্যক্তি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

শনিবার (২২ জুলাই) হাটহাজারী থানায় মামলাটি দায়ের করা হলেও বিষয়টি রোববার জানা জানি হয়।

মামলার বাদি নুরুল ইসলাম বিএনপি নেতা মীর হেলালের মালিকানাধীন একটি ভবনের কেয়ারটেকার এবং হাটহাজারী পৌরসভার ৭ নম্বর এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

মীর হেলাল বাদে মামলার বাকি আসামিরা হলেন, তকিবুল হাসান চৌধুরী ত্বকি (৩৮), জিএম সাইফুল (৪০), গিয়াস উদ্দিন (৫৫), মনিরুল ইসলাম জনি, মো. সাহেদ (২৪), মো. সাইফুল (২৫), এমরান শিকদার (৩৫) ও মিজান (২৩)। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ১৪৩, ৪৪৮, ৩৮৫, ৫০৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বসতবাড়িতে ঢুকে চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন আসামি করা হয়েছে। মামলাটি একজনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

তবে মামলার প্রধান আসামি মীর হেলাল বলেন, মূলত আমাদের বাসার ভাড়াটিয়ার সঙ্গে বাসা ছাড়া নিয়ে ঝামেলা হয়েছিল। আমি কেয়ারটেকারকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় পাঠিয়েছিলাম। শনিবার দিবাগত রাত দুইটার দিকে একটি কাগজে স্বাক্ষর নিয়েছে পুলিশ। সেখানে কাগজটাকে এজাহার হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে আমাকেও আসামি করা হয়েছে। তিনি পড়ালেখা জানেন না।

এদিকে মীর হেলালের বাবা সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন এক বিবৃতিতে জানিয়েছেন, ছেলে মীর হেলাল উদ্দীনকে আসামি করে মামলা দায়ের বিষয়ে তিনি কিছুই জানেন না। মামলাটিকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এটি প্রত্যাহারের দাবি জানান।

আজকের সারাদেশ/২৪জুলাই /একে

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি