সকাল ৬:০২, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বাস-কাকার্ভাডভ্যান সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের ভাড়া করা মারসা পরিবহনের বাসের কার্ভাডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা পুলিশসহ অন্তত ৮-১০ জন আহত হয়েছেন। 

সোমবার (২৪ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে ফৌজদারহাট বাইপাস সড়কের মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয়  পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জাহাঙ্গীর।

তিনি বলেন, মারসা পরিবহনের একটি বাসে করে দুপুরে চট্টগ্রাম কারাগার থেকে ২২ জন কিশোর অপরাধীদের গাজীপুরের সংশোধানাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ফৌজদারহাট বাইপাস সড়ক অতিক্রম করার সময় লিংকরোড থেকে আসা একটি কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী পুলিশের ওই বাসকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা পুলিশসহ ৮-১০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি। 

এঘটনায় লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বলেন, বাসটিতে কয়েদি নিয়ে পুলিশ গাজীপুরের টঙ্গী যাচ্ছিল। এসময় আমাদের চার জন পুরিশ সদস্য আহত হয়েছে।

এসএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি