দুপুর ১২:৫০, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অসামাজিক কাজ দমাতে না পেরে লাইসেন্স বাতিলে ডিসির কাছে ওসির আবেদন

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম নগরীতে অসামাজিক কার্যকলাপ দমাতে না পেরে কোতোয়ালী থানাধীন ১৮টি আবাসিক হোটেলের লাইসেন্স বাতিল চেয়ে জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি আবেদন করেছেন কোতোয়ালী থানার ওসি।

সোমবার (২৪ জুলাই) আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবীর।

আবেদনে তিনি উল্লেখ করেন, আলোচ্য হোটেলসমূহে প্রায় সময় আবাসিক রুম ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়। এসব হোটেল থেকে বেশ কয়েকবার নারী-পুরুষদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। হোটেলের মালিক ও ম্যানেজারদের বারবার অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থেকে লাইসেন্সের শর্ত অনুযায়ী আবাসিক হোটেলে সাধারণ বোর্ডারদের কাছে রুম ভাড়া দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলেও তারা লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।
এজন্য হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

যে ১৮ হোটেলের লাইসেন্স বাতিলের আবেদন করা হয়েছে, সেগুলো হলো- পুরাতন গির্জা সড়কের হোটেল লুসাই ইন, কে সি দে সড়কের হোটেল সাউদিয়া, লালদিঘির পাড় এলাকার হোটেল এস নাইট (সুপার হেস্ট হাউস), রঙ্গম কনভেনশন হল এলাকার হোটেল ক্যামেলিয়া (হোটেল সম্রাট), ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকার হোটেল নেভাল আবাসিক ও হোটেল কর্ণফুলী আবাসিক, নন্দনকানন শিক্ষা অফিসের পাশে হোটেল মুসলিম আবাসিক ও হোটেল বিরাজ, বিআরটিসি এলাকায় হোটেল সিলভার ইন ও হোটেল হিলটাউন আবাসিক, স্টেশন রোডের হোটেল গেইটওয়ে আবাসিক, হোটেল মেট্রো ইন, হোটেল গেস্ট ইন, ইকবাল বোর্ডিং, হোটেল গণি আবাসিক ও হোটেল ঢাকা আবাসিক, জহুর হকার্স মার্কেটের পাশে লয়েল রোডে হোটেল দরবার আবাসিক ও হোটেল আদর আবাসিক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবীর বলেন, অসামাজিক কার্যকলাপ বন্ধে বারবার এসব হোটেলে অভিযান চালিয়েও তা রোধ করা যাচ্ছে না। হোটেলের মালিক ও ম্যানেজারদেরকে বারংবার অসামাজিক কার্যকলাপ হতে বিরত থেকে লাইসেন্সের শর্তানুযায়ী আবাসিক হোটেলে সাধারণ বর্ডারের কাছে রুম ভাড়া প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলেও তারা প্রায় সময়ই লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নিয়ম নীতির তোয়াক্কা না করে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার কাজে রুম ভাড়া দিয়ে আসছে।

অসামাজিক কার্যকলাপ বন্ধে ১৮টি হোটেলের লাইসেন্স বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করে হয়োছে। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে আশ্বস্থ করেন বলেও জানান ওসি।

আজকের সারাদেশ/২৪জুলাই/এসএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত