সকাল ৯:০৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চিপসের প্রলোভন দেখিয়ে শিশুকে বলৎকার, দোকানির যাবজ্জীবন

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে চিপস দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে বলাৎকারের দায়ে মো. জামাল (৫৫) নামে এক মুদি দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে আসামি জামাল জামিনে ছিলেন। তবে আজ রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত হন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. জামাল দক্ষিণ পতেঙ্গা সফর আলী আটকাঠি বাড়ির মৃত ছালেহ নূরের ছেলে। তিনি ওই এলাকায় মুদি দোকান করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ২০২০ সালের ৭ নভেম্বর আসামি জামালের দোকানে একটি চিপস কিনতে যান। ওইদিন জামাল শিশুকে ৫০ টাকা এবং চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দোকানের পেছনের অংশে নিয়ে যায় এবং সেখানে ওই শিশুকে বলাৎকার করা হয়। এরপর বিষয়টি কাউকে বলতে নিষেধ করে ৫০ টাকা এবং একটি চিপস দিয়ে শিশুটিকে বিদায় করে দেয়। তবে ভুক্তভোগী শিশু বাড়িতে এসে সব খুলে বললে তার বাবা বাদী হয়ে পতেঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।

মামলাটিতে তদন্ত করে ২০২০ সালের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা পুলিশ। এতে মো. জামালকে একমাত্র আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম বলেন, মামলায় রাষ্ট্রপক্ষ চিকিৎসকসহ ৬ জনের সাক্ষ্য উপস্থাপন করেছেন। তবে আসামি কোন সাফাই সাক্ষ্য উপস্থিত করেননি। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর (৯) এর ১ ধারা প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজকের সারাদেশ/২৪জুলাই/এসএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি