আজকের সারাদেশ প্রতিবেদন:
দিন দিন যেন আরো অবনতির দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর দীর্ঘ সারি। এর মধ্যে ডেঙ্গ আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (ডব্লিওটিও উইং) এস. এম নাজিয়া সুলতানা।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। নাজিয়া সুলতানা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুদিন আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হয় ছিলেন।
৩০তম বিসিএস-এর মেধাবী এই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এক শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাণিজ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন।
তিনি তার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।
আজকের সারাদেশ/২৫জুলাই/এএইচ