সকাল ৮:১৯, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

লবণের ট্রাকে ৪৮ হাজার ইয়াবা, চালক ও সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে ট্রাকে ইয়াবা পরিবহনের দায়ে দায়ের করা মামলায় ট্রাক চালক ও তার সহকারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের অর্থ অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলাবার (২৫জুলাই) জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালত এই দণ্ডাদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

আদলত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ২৪ মে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশী চৌকি বসিয়ে একটি লবণবাহী ট্রাক থেকে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় ট্রাকটির চালক মাসুম মিয়া ও তার সহকারী আলম হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার।

অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘এই মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আসমিদের বিচার শুরু হয়। বিচারিক প্রক্রিয়ায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আদলত রায় ঘোষণা করেন।

আগে থেকেই দুই আসামি কারাগারে ছিলেন । রায় ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয় বলে জানান তিনি।

আজকের সারাদেশ/২৫জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী