দুপুর ১২:২২, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

লবণের ট্রাকে ৪৮ হাজার ইয়াবা, চালক ও সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে ট্রাকে ইয়াবা পরিবহনের দায়ে দায়ের করা মামলায় ট্রাক চালক ও তার সহকারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের অর্থ অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলাবার (২৫জুলাই) জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালত এই দণ্ডাদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

আদলত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ২৪ মে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশী চৌকি বসিয়ে একটি লবণবাহী ট্রাক থেকে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় ট্রাকটির চালক মাসুম মিয়া ও তার সহকারী আলম হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার।

অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘এই মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আসমিদের বিচার শুরু হয়। বিচারিক প্রক্রিয়ায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আদলত রায় ঘোষণা করেন।

আগে থেকেই দুই আসামি কারাগারে ছিলেন । রায় ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয় বলে জানান তিনি।

আজকের সারাদেশ/২৫জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি