বিকাল ৫:৩৯, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুর জটিলতা বাড়িয়ে দেয় এন্টিবায়োটিক

আজকের সারাদেশ প্রতিবেদন:

চলমান ডেঙ্গুর প্রকোপে জ্বর ও শরীর ব্যথা হলেই স্থানীয় ফার্মেসী থেকে এন্টিবায়োটিক সংগ্রহ করে তা গ্রহণ করেন অনেকে। ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর ও শরীরের ব্যথা প্রশমনে গ্রহণ করা এন্টিবায়োটিক ডেঙ্গুর জটিলতা অনেকাংশে বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. সাজেদ হোসাইন।

তিনি বলেন, ‘জ্বর হলেই স্থানীয় ফার্মেসী থেকে এন্টিবায়োটিকের সময় এখন আর নেই। কিছু এন্টিবায়োটিক ডেঙ্গুর জঠিলতা আরো বাড়িয়ে দেয়। ডেঙ্গুর একটি সাধারণ এবং খারাপ লক্ষণ হচ্ছে শরীরে ব্যথা। এক্ষেত্রে সবাই ব্যথার ওষুধ খায়। কিন্তু ডেঙ্গুর সময় ব্যথার ওষুধ মারাত্মক এফেক্ট ফেলে শরীরের ওপর। ডেঙ্গুতে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না।’

মঙ্গলবার (২৫ জুলাই) নগরীর ফতেয়াবাদ সিটি করপোরেশন ডিগ্রী কলেজ মিলনায়তনে ফার্স্ট এইড ও ডেঙ্গু নিয়ে সচেতনতা মূলক এক সেমিনারে এসব কথা জানান তিনি৷ চলমান ডেঙ্গু প্রকোপে শিক্ষার্থীদের সচেতন করতে এই সেমিনারের আয়োজন করে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন কণিকা।

সেমিনারে মূখ্য আলোচক হিসেবে ডেঙ্গু ও প্রাথমিক চিকিৎসার নানা বিষয়ে আলোচনা করেন চিকিৎসক মো. সাজেদ হোসাইন। ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো নিয়ে তিনি বলেন,  ‘জ্বর হলে প্রথম ওষুধ হচ্ছে শরীরের ওজন অনুযায়ী চারবেলা করে প্যারাসিটামল। দ্বিতীয়ত তরল, ডেঙ্গুতে অনেক রোগী মারা যায় ডিহাইট্রেশনের জন্য। কিডনিকে কোনোভাবেই ডিহাইড্রেট করা যাবে না। বাসায় বসে স্যালাইন খাবেন। তৃতীয়ত দুই থেকে তিন দিনেও জ্বর না কমলে অন্তত একজন রেজিস্টার্ড চিকিৎসক দেখাবেন। অনেক চিকিৎসক আছেন অল্প টাকায় রোগী দেখেন। তাদের কাছে যাবেন, তাও কম্পাউন্ডারের (ফার্মেসী চিকিৎসক,এলএমএফ চিকিৎসক) কাছে যাবেন না। একান্তই আর্থিক সমস্যা থাকলে সরকারি হাসপাতালে ১০ টাকার টিকেট কেটে ডাক্তার দেখান।’

ডেঙ্গুর ক্ষেত্রে কয়েকটি বিপজ্জনক লক্ষণের বিষয়ে জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘জ্বরের পর শরীরের কোথাও যদি লাল লাল দাগ দেখা যায় বা শরীরের কোথাও রক্তক্ষরণ হয় তখন,  যেমন দাঁতের মাড়িতে রক্তক্ষরণ হতে পারে, নাক দিয়ে পড়তে পারে, মুখ দিয়ে পড়তে পারে, মল মূত্রসহ যে কোনো স্থান দিয়ে ব্লাড যেতে পারে। ডেঙ্গুতে ব্লাড যাওয়াটা বিপজ্জনক সংকেত। ব্লাড গেলে তখনই আপনার হাসপাতালে যাওয়া দরকার, অথবা একজন চিকিৎসককে অবশ্যই দেখানো দরকার। প্রচণ্ড জ্বরে দুর্বল হয়ে গেলে বুঝবেন আপনার পানি স্বল্পতা তৈরি হচ্ছে। তখনই দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে, ডিহাইড্রেট হলে স্যালাইন দেওয়া জরুরি। আরেকটা বিপজ্জনক সংকেত হলো পেটে পানি চলে আসা, এটা হলেই হাসপাতালে ভর্তি হতে হবে। আরো একটা বিষয় আছে, অনেকেই হৃদরোগী আছেন, তারা ইকোস্প্রিন একটা ওষুধ খান। কিন্তু ডেঙ্গুর সময় এই ওষুধটা খাওয়া যায় না। যদি খায়, তখনকার রক্তক্ষরণ থামানো অনেক কষটকর হবে।’

ডেঙ্গু প্রতিরোধ উপায় সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ আপনারা ডেঙ্গু নিয়ে দুটো বিষয়ে সচেতন থাকবেন। একটা হচ্ছে ডেঙ্গু যেন না হয় সেই বিষশে ব্যবস্থা নেওয়া, অন্যটি হল ডেঙ্গু হলে কী করবেন। ডেঙ্গু ভাইরাসের চারটা ভ্যারিয়েন্ট আছে। একেকজনকে একটা ভ্যারিয়েন্ট আক্রমণ করতেছে। এতে দেখা যাচ্ছে কি কারো শুধু জ্বরের মাধ্যমে সেরে যাচ্ছে,  কারো প্লাটিলেট আর রক্তচাপ কমে এমনকি কিডনি ড্যামেজ হয়ে মারা যাচ্ছে। ডেঙ্গু মানে শুধু জ্বর নয়, ভেরিয়েন্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন জটিলতা শরীরে দেখা যাবে।’

আপনারা বাসায় যেটা করতে পারেন, ডেঙ্গুর জীবাণুবাহী মশা কোন পানিতে বেশি জন্মায় সেটা জানতে হবে। স্বচ্ছ ও স্থির পানিতেই এডিস মশা বেশি জন্মায়। বারান্দায়, ফুলের টব বা জমে থাকা বৃষ্টির পানি থাকলে পানিটা ফেলে দেওয়া উচিৎ দ্রুত। শুকনো রাখার চেষ্টা করতে হবে।  শুধু তাই নয়, বাসার আশেপাশে আপনার প্রতিবেশীদেরও এটা বুঝাতে হবে। আশেপাশে বেশি পানির স্থির কোনো জলাশয় থাকতে পারে, সেখানেও তো এডিস মশা জন্মাতে পারে৷ সেক্ষেত্রে কী করা যাবে? সেক্ষেত্রে আপনার জানালায় ছোট ছোট জাল আটকে দিতে পারেন, যেন এটা সবসময় থাকে। তাছাড়া ঘুমানোর সমশ মশারি টাঙাতে হবে।

কণিকার সভাপতি মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নঈমউদ্দীন হাসান তিবরিজী। যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় সেমিনার ছাড়াও এইদিন কলেজ প্রাঙ্গণে রক্তদাতাদের সম্মাননা,  ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন,  বৃক্ষরোপন এবং কুইজ প্রতিযোগিতার অয়োজন করে রক্তদাতা সংগঠন কণিকা।

এসময় কণিকার প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ মুনির, কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম,  কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কণিকার সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের সারাদেশ/২৫জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু