আজকের সারাদেশ প্রতিবেদন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে প্রাথমিকভাবে ৬৮ পর্যবেক্ষক সংস্থাকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৮ আগস্ট) ইসির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে ৬৮টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
আরও বলা হয়, কারও বিরুদ্ধে কোনো দাবি বা আপত্তি থাকলে সেই স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ছয় সেট আপত্তি দাখিল করতে বলা হয়েছে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হবে।
এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয় গণবিজ্ঞপ্তিতে।
এসএম