আজকের সারাদেশ প্রতিবেদন:
খাগড়াছড়ি দীঘিনালায় বিভিন্ন জায়গায় সড়ক ডুবে যাওয়ার কারণে দীঘিনালার সাথে সাজেক ও লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে পাহাড় থেকে নেমে আসা ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্থান প্লাবিত হয়।
এতে মঙ্গলবার ( ৮ আগস্ট) বিকাল থেকে সাজেকে পর্যটক যাওয়া-আসা সম্পূর্ন বন্ধ রয়েছে। এতে সাজেকে বেড়াতে যাওয়া তিন শতাধিক পর্যটক আটকে পড়েছে বলেও সংবাদ পাওয়া গেছে।
সাজেক পর্যটনের সানচিটা রিসোর্টের স্বত্তাধিকারি রাজু জানান, বন্যা পরিস্থিতি বুঝতে পেরে মঙ্গলবার সকালে অধিকাংশ পর্যটক সাজেক থেকে ফিরেছেন, এর পরও বিকালে অপেক্ষারত প্রায় শতাধিক পর্যটক সাজেকে আটকা পরেছেন ।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, দীঘিনালা, বাঘাইহাট ও মাচালং এলাকা প্লাবিত হওয়ায় কিছু পর্যটক আটকে পরে। তাদেরকে কোন ভাবে পাড় করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আমি সার্বিক খোঁজ খবর নিচ্ছি। রিসোর্ট মালিকদের বলে দেওয়া হয়েছে আটকে পড়া পর্যটকদের সার্বিক সহযোগিতা করার জন্য। যাদের অগ্রিম বুকিং রয়েছে তা ফেরত দেওয়ার জন্য।
আজকের সারাদেশ/ ৯ আগস্ট