সকাল ৬:০৯, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দুদিন পর গতি ফরল চট্টগ্রাম-কক্সবাজার সড়কে

আজকের সারাদেশ প্রতিবেদন:

টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে প্লাবিত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুইদিন পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। গত দুদিন সড়কের বিভিন্ন স্থানে পানি প্রবাহিত হওয়াও যানচলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের যানচলাচল শুরু হয়েছে। রাতে থেকে বৃষ্টি না হওয়ায় সড়কের আশেপাশের এলাকাগুলোতে পানি কমে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ এরফান।

সাতকানিয়ার কেরানীরহাট এলাকার মো. রিদোয়ান বলেন, সকালের মধ্যে কেরানীরহাট সড়ক থেকে পানি নেমে গেছে। গাড়ি চলাচল করতেছে এখন।

আবু সামিত নামে এক যুবক বলেন, সাতকানিয়ার কম বেশ সব ইউনিয়নে পানি উটছে কিন্তু সব চেয়ে ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়ছে বড়দুয়ারার মানুষ। সব জায়গা থেকে পানি নামলেও এখনো বড়দুয়ারার প্রায় ঘর বাড়ি পানির নিচে, হাজার হাজার মানুষ খেয়ে না খেয়ে রাত পার করছে।

তানভির আসিফ কয়েকজন বন্ধু নিয়ে ত্রাণ নিয়ে শহর থেকে সাতকানিয়া যাচ্ছেন। তারা বলেন, আমরা এখন দোহাজারীর দিকে আছি। যতটুকু আসছি সড়ক ঠিক আছে। গাড়ি চলাচল করতেছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ এরফান বলেন, রাতে বৃষ্টি না হওয়া সড়কের বিভিন্ন স্থান থেকে পানি নিচে নেমে গেছে৷ সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। এর আগের দুইদিন সড়কের বিভিন্ন স্থানে প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়া যানচলাচল করতে পারেনি।

এদিকে টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণ চট্টগ্রামে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি। এসব এলাকায় এই পর্যন্ত বন্যায় ডুবে নিখোঁজের পর ৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে৷ তাছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ১০ জনের বেশি।

বুধবার রাত থেকে বন্যা কবলিত এলাকাগুলোতে পানি কমতে শুরু করেছে। এরই সাথে একেরপর এক মিলছে বন্যায় হতাহতের খবর। কয়েকদিন পানির নিচে থাকায় নষ্ট হয়েছে সব ধরনের ফসলের ক্ষেত।

এমন কি সাতকানিয়া এলাকার বেশকিছু গ্রামে বুধবার রাতে ডাকারে হানার খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উপজেলার ঢেমশা ইউনিয়নের বিল্লা পাড়ায় ডাকাতি করতে এসে বেশ কয়েকজন জনতার হাতে আটক হয়েছে। এমন ছবিও ছড়িয়ে গেছে ফেসবুকে। চরতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিমের বাড়িতে ডাকাত প্রবেশ করার কথাও শোনা গেছে।

এবিষয়ে মধ্যে রাতে উপজেলার চরতী ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ বলেন, আমিও এরকম খবর শুনেছি। তবে তারা নাকি ত্রাণ দিতে এসেছিল। তারপরেও ভালভাবে খোঁজ নিয়ে দেখছি।

আজকের সারাদেশ/ ১০ আগস্ট

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা